ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

কোভিড: বিশ্বে আরও ১,১৬৬ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ অক্টোবর, ২০২২,  10:39 AM

news image

বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩০০ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮২৬ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ১৫ হাজার।বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ১২ লাখ ৩৮ হাজার ৫৪৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৭৬ হাজার ৩৮ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৯ জনের এবং শনাক্ত হয়েছে ৩২ হাজার ৪৮৩ জনের।  একই সময়ে ইতালিতে আক্রান্ত ৪১ হাজার ৭০৩ জন এবং মৃত্যু ৮১ জনের। ব্রাজিলে আক্রান্ত ৮ হাজার ৬১০ জন এবং মৃত ১০২ জন। তাইওয়ানে আক্রান্ত ৪৪ হাজার ৬২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। জাপানে মৃত ৬৮ জন এবং আক্রান্ত ৪৩ হাজার ৫৫৫ জন। ফ্রান্সে আক্রান্ত ৬৩ হাজার ৩১ জন এবং মৃত্যু হয়েছে ১০৬ জনের। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৯২ জনের। একই সময়ে হাঙ্গেরিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৪৭ জন এবং ১১৮ জনের মৃত্যু হয়েছে।  দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৮২ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম