ঢাকা ০৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

কীভাবে মানসিক অবসাদ ঝেড়ে ফেলেছেন বললেন ক্যাটরিনা

#

বিনোদন ডেস্ক

২৯ মে, ২০২২,  12:11 PM

news image

জীবনে খারাপ সময় সবাই পার করে। সাদা-কালোর মতোই নিরবচ্ছিন্ন সুখ যেমন আছে, তেমনই আছে কঠিন-জটিল পরিস্থিতি। সে সবের মোকাবিলা করতে হবে মাথা ঠাণ্ডা রেখে। এমনটাই পরামর্শ দিলেন ক্যাটরিনা কাইফ। খবর আনন্দবাজার পত্রিকার। নিজের জীবনের উদাহরণ তুলে এনে ক্যাটরিনা বলেন, কেমন করে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় তা আমি শিখে ফেলেছি। আমি আবেগের দাস না। তবে কোন উপায়ে শিখলেন তা ভাগ করে নিলেন সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে। ক্যাটরিনা বলেন, অবসর সময়ে তিনি বই পরে সময় কাটান, নিজের ওপর ভরসা রাখেন আর ভরসা রাখেন মহান সৃষ্টিকর্তার ওপর। তিনি বলেন, কেউ না কেউ তো বানিয়েছে এই মহাবিশ্ব। আমি তার হাতেই নিজেকে সঁপে দিতে শিখে গেছি। মহাজাগতিক বিষয়ে আমি আর মাথা ঘামাই না। শুধু ভরসা রাখি। এমন কোনো চিন্তা করিনা যা আমার ক্ষতির কারণ হতে পারে। গত কয়েক বছর আগে আলিয়াও মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে কথা বলেছিলেন আলিয়া ভাট। বলেছিলেন, ভালো থাকার মত খারাপ থাকাও একটি স্বাভাবিক বিষয়। সেসময় ক্যাটরিনাও আলিয়ার এই কথা সমর্থন জানিয়েছিলেন। বলেছিলেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলিয়া। আমরা সহজেই ভেঙে পড়ি। ভাবি এই বুঝি সব শেষ হয়ে গেছে। অভিনেত্রী পরামর্শ দিয়ে বলেন, এতো ভাববেন না। উদ্বেগ কাটিয়ে নিজের ছন্দে ফেরার একটাই পথ, নিজের সঙ্গে থাকুন। এই মহাবিশ্ব আপনার খেয়াল রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম