ঢাকা ২১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

কিং বেনজেমার হ্যাটট্রিকে নীল ব্লুজরা

#

স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল, ২০২২,  10:13 AM

news image

চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন চেলসি। তাদের একটু ইগো না থাকলে হয়! ওই ইগো ভর করায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নেমেছিল ব্লুজরা। কিন্তু প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস সেরা দল সেটা বোধহয় ভুলে গিয়েছিল। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হেরে তারই ফল পেল চেলসি।  দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা হ্যাটট্রিক করে ব্লুজ খ্যাত চেলসিকে ঘরের মাঠে নীল করে দিল। ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যাওয়ার মতো সুযোগ তৈরি করে রিয়াল মাদ্রিদ। বেনজেমা-ফেদে ভালভার্দে হয়ে পাওয়া বল ভিনিসিয়াস জুনিয়র বক্সের ঠিক ভেতর থেকে দারুণ এক শট নেন। কিন্তু পোস্টে লেগে বাইরে চলে যায়। ২১ মিনিটে ওই ভুল শোধরান তরুণ ভিনি। করিম বেনজেমাকে দুর্দান্ত এক ক্রস দেন। ফ্রান্সম্যান করিমও দৃষ্টিনন্দন হেড করে জালে জড়িয়ে দেন বল। ম্যাচের ২৪ মিনিটে আবার বেনজেমা শো। এবারও হেড থেকে গোল করেন তিনি। লুকা মডরিচের উঁচু করে বাড়ানো বল মাথা ঠেকিয়ে ঠেলে দেন জালে।প্রথমার্ধের ৪০ মিনিটে হেডে হয় আরও এক গোল। তবে এবার চেলসি স্কোরবোর্ডে নাম তোলে।কাই হাভার্টেজ হেড দিয়ে গোল ব্যবধান কমান। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর ছক কষেই নিশ্চয় নেমেছিল ব্লুজরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচ এক মিনিট যেতেই গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডির শিশুসুলভ ভুলে গোল খেয়ে বসে চেলসি। এবারও গোল করেন বেনজেমা। ফ্রান্সম্যান পূর্ণ করেন হ্যাটট্রিক। ম্যাচের ৬৪ মিনিটে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে বদলি হিসেবে মাঠে নামেন রোমেলু লুকাকু। তিনি বেশ কটা সুযোগ তৈরি করেন। আক্রমণে ধার বাড়ান। ততক্ষণে দেরি হয়ে গেছে। বাকি সময়টা রক্ষণে মনোযোগ দিয়ে রিয়াল মাদ্রিদ বড় জয় তুলে নিয়েছে। সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম