ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

কাপাসিয়ায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন আওয়ামীলীগের ৩ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২১,  10:38 AM

news image

স্থানীয় সরকার অধীনে দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন গত ১১ নভেম্বর বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অবাদ নিরপেক্ষ ও  শান্তিপূর্ণ  ভাবে শেষ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কায় বিজয়ী হয়েছেন ৮ জন। ৩ জন স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল ও আনসর প্রতীকে  বিজয়ী হয়েছেন।  কাপাসিয়া উপজেলার নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার  আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।  সিংহশ্রী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের আনোয়ার পারভেজ খোকন নৌকা নিয়ে ৬৮৬৬ ভোট পেয়ে বিজয়ী  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফ উদ্দিন আল আমীন  আনারস প্রতীকে ৪৪৯৪ ভোট পেয়েছেন। টোক ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের এমএ জলিল নৌকা প্রতীকে ১৩৯২৬ পেয়ে পুনরায়  বিজয়ী  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফ মো ওয়াহিদ ১০৪৮৬ ভোট পেয়েছেন।  রায়েদ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের শফিকুল  হাকিম মোল্লা নৌকা প্রতীকে ১১২৪২ পেয়ে  পুনরায় বিজয়ী  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনা খাতুন মুনমুন চশমা প্রতীকে ২৫০১ পেয়েছেন। তরগাঁও ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের আয়ুবুর রহমান সিকদার নৌকা প্রতীকে  ৯৮৯৫  পেয়ে পুনরায় বিজয়ী  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খলিলুর রহমান মোটর সাইকেল প্রতীকে ৬২৭৩ পেয়েছেন।   কড়িহাতা ইউনিয়ন পরিষদে মাহবুবুল আলম  মোড়ল নৌকা প্রতীকে ১১৮০৯ পেয়ে পুনরায়   বিজয়ী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশাররফ হোসেন ৯৯৪ ভোট পেয়েছেন,  ঘাগটিয়া ইউনিয়ন পরিষদে হারুন আর রশিদ হিরণ মোল্লা  নৌকা প্রতীকে ৯৯৭৯ ভোট পেয়ে বিজয়ী  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন আর রশিদ মোটর সাইকেল প্রতীকে ৪২৮৪ ভোট পেয়েছেন,  সন্মানিয়া ইউনিয়ন পরিষদে এড. আব্দুল মালেক ভূঁইয়া নৌকা প্রতীক ১৩০৩৮ পেয়ে বিজয়ী  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজ উদ্দিন মাস্টার ৩১৬৬ ভোট পেয়েছেন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদে সাখাওয়াত হোসেন প্রধান নৌকা প্রতীক ১৭১৩৬ ভোট পেয়ে পুনরায়  বিজয়ী  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন দর্জী আনারস প্রতীকে ৩২১৬ ভোট পেয়েছেন  বারিষাব ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী   এসএম আতাউজ্জামান বাবলু আনারস প্রতীকে ৬৮৯০ ভোট পেয়ে পুনরায়  বিজয়ী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে মনোয়ার হোসেন  আকন্দ ৬০৮৯ ভোট পেয়েছেন।  দূর্গাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র  এমএ ওহাব খান খোকা মোটরসাইকেল . প্রতীকে ৮২৬০ ভোট পেয়ে  পুনরায় বিজয়ী  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের এমএ গাফফার নৌকা প্রতীকে ৭৩৩৮ ভোট পেয়েছেন  ও চাঁদপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র  ইকবাল মাহমুদ খান মোটর সাইকেল প্রতীকে ৮১৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিজানুর রহমান মাষ্টার নৌকা প্রতীকে ৬৯২৮ ভোট পেয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম