ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

কাপাসিয়া জাতীয় যুব দিবস পালিত

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

০২ নভেম্বর, ২০২১,  1:58 PM

news image

দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ঋণ বিতরণ, প্রশিক্ষণ সনদ ,যাতায়াত ভাতা বিতরণ , বৃক্ষরোপণ, প্রশিক্ষণ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।গতকাল সোমবার ১ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে এ অনুষ্ঠান হয় । উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি , উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি রুবাইয়া ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি এ এফ এস নাসিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ সহ  বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থীরা এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । পরে মাশরুম দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার মাশরুম রান্না করে  উদ্বোধন করেন  সিমিন হোসেন রিমি এমপি । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার জানান গরু মোটাতাজাকরণ বিষয়ে ৩০ জন  প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও যাতায়াত ভাতা ৬০০ টাকা দেওয়া হয়। তা ছাড়া বিভিন্ন ট্রেডে ১৭ জন মাঝে ৭৪০০০০ টাকা বিতরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম