ঢাকা ১৮ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বৃষ্টি বাধায় ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ড্র এডিবির সঙ্গে চুক্তি সম্পন্ন, ৬০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ ‘প্রবাসীরাই বিশ্বের সামনে হত্যাকাণ্ডের তথ্য তুলে ধরেছিলেন’ ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে খালাস দিলেন হাইকোর্ট সব ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও ধৈর্য ধারণ করার অনুরোধ হাসনাত আব্দুল্লাহর গাজীপুরে বসতবাড়িতে আগুন, তালাবদ্ধ ঘরে শিশু পুড়ে অঙ্গার টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইমাম-মুয়াজ্জিন নিহত টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন প্রধান উপদেষ্টা টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষ, বিজিবি মোতায়েন

কানাডায় জনসংখ্যা বাড়ছে ধীর গতিতে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৪,  11:00 AM

news image

কানাডার অভিবাসন নীতি কঠোর করায় চলতি বছরের থার্ড কোয়ার্টারেও জনসংখ্যা বৃদ্ধির গতি স্থবিরতায় আক্রান্ত হয়েছে। ১ অক্টোবর পর্যন্ত এই কোয়ার্টারে কানাডা জনসংখ্যায় যোগ হয়েছে মাত্র ১৭৬৬৯৯ জন এবং মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ২৯৮।  ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ০.৪%। ২০২২ সালের প্রথম কোয়াটারে বৃদ্ধির এ হার ছিল ০.৩%। অর্থাৎ জনসংখ্যায় যোগ হয় ১১৬৩৯২ জন। বিদ্যমান রীতি অনুযায়ী কানাডায় স্থায়ীভাবে বসতি স্থাপন এবং অস্থায়ী অভিবাসীরাই জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখে। সে অনুযায়ী চলতি বছরের থার্ড কোয়ার্টারে আন্তর্জাতিক অভিবাসীরা জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রেখেছে ৯২% এর মত। তাদের ভাষ্য অনুযায়ী এ সংখ্যা ১৬২৫৬৬। এটি ঘটেছে জন্ম ও মৃত্যুর হিসাবের পর। সরকারী সূত্র ধারণা করছে, এ বছরের শেষ কোয়ার্টারেও অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন মাসেও জনসংখ্যা বৃদ্ধিতে গতি সঞ্চারিত হবে না। জানা গেছে, ১ অক্টোবরের তথ্য অনুযায়ী কানাডার মোট জনসংখ্যার ৭.৪% হচ্ছে অস্থায়ীরা। সে সংখ্যা ৩০৪৯২৭৭। ১ জুলাইতে অস্থায়ী অভিবাসীর সংখ্যা ছিল ১০ লাখ ৫৫ হাজার ৭২৫। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কিছুটা প্রভাব পড়ছে জনসংখ্যায়-এটা ইতিবাচক হলেও সামগ্রিক পরিস্থিতিতে কোন হেরফের ঘটবে বলে মনে করা হচ্ছে না। কারণ, স্থায়ীভাবে বসতি গড়তে আগ্রহীদের প্রসেসিং প্রক্রিয়া ত্বরান্বিত হয়নি। চলতি বছরের থার্ড কোয়ার্টারে ১২৪২৩৯ অভিবাসীকে স্বাগত জানিয়েছে কানাডা। ২০২১ সাল থেকেই এমন ধীর গতিতে ভিসা প্রসেসিং চলছে। আর গত ক বছরেই থার্ড কোয়ার্টারের চেয়ে দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা বেশী অভিবাসনের ভিসা ইস্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম