ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি যেন মানিকগঞ্জের রিতা ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭ তিন খাতে বরাদ্দ বন্ধ করে দিল সরকার বন্যাদুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, বন্ধ মোবাইল নেটওয়ার্ক মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাসের হারে শীর্ষে রাজশাহী, পিছিয়ে বরিশাল এসএসসিতে এবার প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর এসএসসির ফল প্রকাশ: ১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ স্ত্রীকে খুন করে ১১ টুকরো করে গ্রিল কেটে পালালেন স্বামী

করোনা হলে যে ভুলগুলো করা ঠিক নয়

#

লাইফস্টাইল ডেস্ক

২০ জানুয়ারি, ২০২২,  11:03 AM

news image

প্রতিনিয়ত করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় অনেকের মধ্যে নতুন করে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। এছাড়া মৃদু উপসর্গ নিয়ে অধিকাংশ মানুষ গৃহে রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দী থাকাকালীন সংক্রমিত ব্যক্তিরা কিছু কিছু ভুল করে ফেলছেন, যা পরবর্তীকালে সমস্যার কারণ হতে পারে।  এ বিষয়ে কলকাতার একজন চিকিৎসক বলেন, ইদানীং দেখা যাচ্ছে জ্বর ১০০ না ছুঁলে প্যারাসিটামল না খাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে অনেকের মধ্যেই। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় একটু বাড়লেই একটা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নেওয়া উচিত।

অনেকে তো আবার পজিটিভ হওয়ার পরেও এমন কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন যে পরবর্তী ক্ষেত্রে তা সমস্যাজনক হতে পারে। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে একসঙ্গে দু’জন আক্রান্ত হলে একজন অপরজনের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাচ্ছেন। এটা ঠিক নয়। কারণ সকলের শারীরিক অবস্থা এক থাকে না। এ ছাড়াও অক্সিজেন স্যাচুরেশন নিয়েও অযথা আতঙ্কিত হয়ে পড়ছেন কেউ কেউ। আমি বলব অক্সিজেন স্যাচুরেশন মাপার আগে শান্ত হয়ে বসে পাঁচ বার জোরে জোরে শ্বাস নিয়ে তবে মাপা উচিত। এতে ফলাফল ঠিক আসার সম্ভাবনা অনেক বেশি। অনেকেই একবার মেপেই ভুল রিডিং পান। একটু বসে অন্য আঙুলেও মেপে দেখা উচিত।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম