ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের ৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে নিয়োগ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ফের চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম, জানা গেল তারিখ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ১ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল এবারের নির্বাচনে কোটিপতি প্রার্থী ৮৯১, শতকোটির মালিক ২৭ ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

করনের পার্টিতে গিয়ে করোনায় আক্রান্ত অর্ধশতাধিক

#

বিনোদন ডেস্ক

০৫ জুন, ২০২২,  4:19 PM

news image

বলিউডের জনপ্রিয় প্রযোজক ও পরিচালক করন জোহর। কিছুদিন আগেই তিনি ৫০ বছর বছরে পা রাখলেন। আর তাই তার এই জন্মদিন উপলক্ষে বড় এক পার্টির আয়োজন করেন। তার এই জন্মদিনের পার্টিতে যোগ দেন বলিউড ও টেলিভিশেনের জনপ্রিয় সব অভিনেতা ও অভিনেত্রীরা। করনের এই পার্টি মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে আয়োজন করা হয়, সেই পার্টিতে হাজির হয়েছিলেন হৃতিক রোশন, শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, কিয়ারা আদবানি, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা এবং করিনা কাপুর খানসহ আরও একাধিক নায়িকা। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,

করন জোহরের এই গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত থাকা ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় এই তারকারা করোনায় আক্রান্ত হওয়ার কথা কোথাও প্রকাশ করছেন না। অক্ষয় কুমার এবং কার্তিক আরিয়ানের মতো তারকারা গত কয়েক সপ্তাহে কোভিড পজিটিভ হওয়ার কথা স্বীকার করেন। শরীরে মহামারি থাবা বসানোর কারণে এই বছর ‘আইফা ২০২২’-এ যেতেও পারেননি তারা। তবে করোনার ব্যাপারে কেউ স্বীকার না করায় এখন পর্যন্ত গুঞ্জনই বলা চলে। তবে ভারতীয় গণমাধ্যমের একাধিক সূত্র থেকে করোনা পজেটিভের ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে। কারণ, করনোর সেই পার্টিতে থাকা একজন বিষয়টি ঘনিষ্ঠ সূত্র হিসেবে নিশ্চিত করেন। সূত্র : বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম