ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন র‌্যাব-১৩'র অভিযানে ৬ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ ইইউ প্রতিনিধি দলের রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১১ সরকারি চাকরিজীবীদের পেনশনে সুযোগ-সুবিধা বাড়ছে লি‌বিয়া থে‌কে আজ দেশে ফিরেছেন আরও ১৭৬ বাংলা‌দে‌শি রংপুরে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু, আক্রান্ত কমপক্ষে ৫০ পাঠ্যবই ছাপার আগেই ৭শ টন কাগজ বাতিল গাজায় হাসপাতালের এলাকা লক্ষ্য করে হামলা, নিহত ১৯

কনফারেন্স লিগ জিতে ইতিহাস গড়ল চেলসি

#

স্পোর্টস ডেস্ক

২৯ মে, ২০২৫,  10:39 AM

news image

উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে চেলসি। এর মাধ্যমে ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান প্রতিযোগিতার সব শিরোপা জয়ের কীর্তি গড়ল দ্য ব্লুজরা। বুধবারের পোল্যান্ডের রোকলাতে আয়োজিত ফাইনালে বেতিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মারেস্কার দল। ম্যাচের প্রথম হাফে বল দখলে এগিয়ে ছিল চেলসি। তবে, আক্রমণে এগিয়ে ছিল বেতিস। ম্যাচের নবম মিনিটেই স্প্যানিশ ক্লাবটি এগিয়ে যায়। ইসকোর পাস থেকে বেতিসকে লিড এনে দেন এজ্জালজুলি।  দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে চেলসি। তাতে ৬৫তম মিনিটে কোল পালমারের ক্রস থেকে হেডে গোল করেন আর্জেন্টাইন তারকা এঞ্জো ফার্নান্দেজ। তার পাঁচ মিনিট পর আবারও গোল করে দ্য ব্লুজরা। পালমারের ক্রস থেকে এবার হেড করে জাল খুঁজে নেন নিকোলাস জ্যাকসন। ৮৩তম মিনিটে হলের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই মৌসুমে চেলসিতে ধারে খেলতে আসা সাঞ্চো। তার গোলেই চেলসির জয় নিশ্চিত হয়ে যায়। আর ম্যাচে বাড়ানো সময়ে বেতিসের কফিনে শেষ পেরেকটি ঢোকান কাইসেডো। ৪-১ গোলের জয় পায় চেলসি। ২০১২ ও ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে চেলসি। ২০১৩ ও ২০১৯ সালের ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছে তারা। আর এবার ২০২৫ সালে এসে কনফারেন্স লিগের শিরোপাও নিজেদের করে নিল ব্লুজরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম