ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন সাকিব

#

স্পোর্টস ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  11:15 AM

news image

গত অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে বাজেভাবে হেরেছিল ইংল্যান্ড। তাই দলটির কোচ ক্রিস সিলভারউডকে বরখাস্ত করা হয়। এবার দলেও ব্যাপক পারিবর্তন এনেছে তারা। ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে জায়গা হয়নি দুই তারকা পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের। চমক হিসেবে এই দলে সুযোগ পেয়েছেন তরুণ পেসার সাকিব মেহমুদ । ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ঘোষিত এই দলে গত অ্যাশেজের আট ক্রিকেটার বাদ পড়েছেন। অ্যান্ডারসন ও ব্রড ছাড়াও ডম বেস, স্যাম বিলিংস, ররি বার্নস, জস বাটলার, হাসিব হামিদ এবং ডেভিড ম্যালানকে দলে রাখা হয়নি। অবশ্য অধিনায়ক আছেন জো রুটকেই। একটিও টেস্ট না খেলা সাকিব মেহমুদ, ম্যাথু ফিশার, অ্যালেক্স লিস ও ম্যাথু পারকিনসন এই দলে সুযোগ পেয়েছেন। সাকিব মেহমুদ ব্রিটিশ নাগরিক হলেও পাকিস্তানি বংশোদ্ভূত। ২০১৬ সালে বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে খেলেছিলেন। এরই মধ্যে সাতটি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে টেস্ট দলে প্রথম ডাক পেয়েছেন তিনি।   আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড। আগামী ৮ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ম্যাচটি হবে অ্যান্টিগায়। বাকি দুটি টেস্ট হবে ব্রিজটাউন ও গ্রেনাডায়।

ইংল্যান্ড টেস্ট দল : জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, ম্যাথু ফিশার, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অ্যালেক্স লিস, সাকিব মেহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পারকিনসন, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম