ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

উপকূলে লোনা জলে রেণু পোনা ধরে চলে তাদের সংসার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জানুয়ারি, ২০২৩,  2:46 PM

news image

নদীতে ভাটার টান। তীরে একদল নারী-পুরুষ টানছেন নেট জাল। দূর থেকে জাল টানতে দেখা গেলেও কী মাছ ধরছেন তা বোঝার উপায় নেই। নদীর তীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাল টেনে চলেছেন। মাঝে-মধ্যে নিবিড় পর্যবেক্ষণ করে জালে আটকে পড়া ক্ষুদ্র আকৃতির গলদা চিংড়ির রেণু ও বাগদার পোনা নদীর চরে রাখা গামলাতে উঠিয়ে রাখছেন। এমনই দৃশ্যের দেখা মেলে বাংলাদেশে সর্ব দক্ষিণের জনপদ সুন্দরবন ও চারীদিকে নদী বেষ্টিত খুলনার কয়রার দক্ষিণ বেদকাশির ছোট আংটিহারা কাস্টম ঘাট সংলগ্ন শ্যাকবাড়িয়া নদীর তীরে। প্রতিদিন ভাটার শুরুতেই নদীতে নেমে শেষ পর্যন্ত এভাবে বাগদার পোনা ধরেন তারা। সুন্দরবন বেষ্টিত কয়রা উপজেলার সমুদ্রের উপকূলীয় নদী ও খাল অববাহিকায় বসবাসরত বেশিরভাগ মানুষের জীবনজীবন যুদ্ধের আরেক নাম “জালটানা”।

এই জালটেনে রেণু মাছ ধরে হয় অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান। রবিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শাকবাড়িয়া নদীর তীরে জাল টেনে রেণু পোনা তীরে গুনছিলেন সালমা খাতুন(৪৫)।তার কাছে শুনতেই তিনি বলেন, জোয়ার ভাটার ওপর নির্ভর করে রেণু বাগদার পোনা ধরা হয়। প্রতিদিন ভাটার শুরুতে নদীতে নামি আর শেষ পর্যন্ত মাছের রেণু ধরি। এখান থেকে যে পোনা পাওয়া যায় সেগুলো ফুড়ির এসে নিয়ে যায় তার কাছে বিক্রি করি। প্রতি পিস রেণু এক টাকা করে বিক্রি করি। এতে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। কোনো কোনো দিন কম-বেশিও হয়।তিনি বলেন, জোয়ার ভাটা হিসাব করে কখনো সাত-সকালে আবার কখনো রাতের বেলায় রেণু ধরতে হয়। এই দিয়ে অসুস্থ স্বামী ও এক ছেলে, এক মেয়েসহ চার সদস্যের সংসার চলে আমার। মাঝে-মধ্যে কৃষি কাজও করতে হয়। তবে মাছের পোনা ধরে বাজারে ও ফুড়ির কাছে বিক্রি করে সংসার চলাতে হয়।শুধু সালমা নয়, আমেনা, ছকিনা, খাদেজা, খালেক, ইমদাদ,মুমিন, ফাতেমাসহ উপকূলের অসংখ্য মানুষ নদীতে রেণু ধরে উপার্জন করে সংসার চালান। 

সরেজমিনে কয়রক উপজেলার সুন্দরবন বেষ্টিত সমুদ্র উপকূলীয় নদী ও খাল অঞ্চল ঘুরে দেখা যায়, হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বনদস্যু ও বাঘের কবলে জীবন হারানো মানুষের স্ত্রী-সন্তানদের মাছ ধরে জীবিকা নির্বাহর দৃশ্য। সন্তান সহ স্বামীর সংসার থেকে বিতাড়িত মহিলারা তাদের সন্তানের মুখে ভাত তুলে দিতে তাদের লেখাপড়ার খরচের জন্য সুন্দরবন সমুদ্র উপকূলীয় নদী ও খালের পাড় দিয়ে হাতে টানা জাল দিয়ে চিংড়ি ও পারশে মাছের পোনা ধরে জীবিকা নির্বাহর দৃশ্য । দক্ষিণ বেদকাশি গ্রামের বাসিন্দা মো. আবু সাঈদ খান বলেন, ভাটার সময়ে জেলেরা নারী পুরুষ নেট জাল দিয়ে রেণু পোনা ধরে। এই রেণু ও পোনা নিয়ে আড়তে বিক্রি করে। সেখান থেকে ব্যবসায়ী ও ঘের মালিকরা রেণু ও পোনা কিনে ঘেরে ছেড়ে দেন।

এসব রেণু ও পোনা বিক্রি করে তাদের সংসার চলে। দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান আছের আলী মোড়ল বলেন, ‘উপকূলীয় অঞ্চলে ৫০ পরিবারে শতাধিক মানুষ তারা নদীতে জাল টেনে মাছ রেণু পোনা ধরে জীবিকা নির্বাহ করে।পোনা ধরেই চলে তাদের সংসার। এসব অসহায় নারীদের ভিজিডি, ভিজিএফ কার্ড ও চাল দেওয়া হয়। এছাড়া দুর্যোগের সময়ে সাহায্য দেওয়া হয়।  কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তনের জন্য কাজ করা হচ্ছে। তাদের সরকারী সকল সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এসব বাসিন্দাদের দেওয়া হয়। কেউ বাদ পড়লে আমাকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।তিনি আরও বলেন ভূমিহীনদের জন্য সরকারী ভাবে বসবাসের জন্য জায়গায়সহ ঘর দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম