ঢাকা ১৩ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু সচিবালয়, যমুনা ও শাহবাগ এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি আদালত থেকে পালানো ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার বিদেশের মাটিতে মেহজাবীনের ‘সাবা’র জয়রথ ছুটছেই ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করল সংযুক্ত আরব আমিরাত নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১২

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করল সংযুক্ত আরব আমিরাত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২৫,  11:06 AM

news image

চলছে সিয়ামের মাস রমজান। পবিত্র এ মাসের প্রথম দশক ইতোমধ্যে পার হয়েছে। এরইমধ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। বুধবার (১২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবার রোজা ২৯ নাকি ৩০টি হবে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এছাড়া সম্ভাব্য ঈদের তারিখও জানিয়েছে তারা। সংস্থাটি জানিয়েছে, আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদের দিন পালিত হবে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস (এইউএএসএস)-এর সদস্য ইব্রাহিম আল জারওয়ান নিশ্চিত করেছেন, শাওয়াল মাসের চাঁদ শনিবার (২৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় দুপুর ২টা ৫৮ মিনিটে জন্ম নেবে। তিনি ব্যাখ্যা করেন, এটি সূর্যাস্তের প্রায় ৩ ঘণ্টা পর পর্যন্ত দৃশ্যমান থাকবে, তবে অত্যন্ত ক্ষীণ হবে। চাঁদের পৃষ্ঠের মাত্র ০.০১ শতাংশ অংশ দৃশ্যমান থাকবে, যা দিগন্তের সমান্তরাল অবস্থানে থাকবে এবং সূর্যাস্তের পাঁচ মিনিট পরই অস্ত যাবে, তখনও সূর্যের তীব্র আলো বিদ্যমান থাকবে। জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখা যেতে পারে। ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতরের দিন হিসেবে গণ্য হবে। মধ্যপ্রাচ্যসহ আমিরাতে এবার ৩১ মার্চ ঈদুল ফিতর হলে অঞ্চলটিতে ৩০টি রোজা পালিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যায়। ফলে ১ মার্চ থেকে অঞ্চলে রমজান মাস শুরু হয়। খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান শুরু করবে। ওইদিন দেশটিতে ২৯তম রোজা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে যদি ৩০ রোজা হয় তাহলে আমিরাতে মুসল্লিরা এবার পাঁচদিনের ছুটি পাবেন। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর অর্থাৎ ২ মার্চ থেকে বাংলাদেশে রমজান শুরু হয়েছে। সে হিসেবে আমাদের দেশে ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম