ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৭৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৫,  3:15 PM

news image

ইয়েমেনের রাজধানী সানায় আবারও কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় সানা জুড়ে নারী ও শিশুসহ অন্তত ৭৮ জনের প্রাণহানি ঘটেছে বলে দাবি হুতি নিয়ন্ত্রিত স্থানীয় সংবাদমাধ্যমের।  সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৭ এপ্রিল) রাত থেকে এ হামলাগুলো চালানো হয়। এর মধ্যে ভোরে সানার উত্তরাঞ্চলীয় এলাকা বনি আল-হারিথ জেলায় মার্কিন হামলায় নারী ও শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল-মাসিরাহ টিভি। এর আগে রাতে আমরান ও সাআদা প্রশাসনিক অঞ্চলে মার্কিন হামলায় অন্তত দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন হুতি কর্মকর্তারা।  আল-মাসিরাহ টিভি থেকে পরবর্তী সময়ে প্রচারিত আরেক প্রতিবেদনে দাবি করা হয়, সাআদার একটি অভিবাসী আটক কেন্দ্রেও হামলা চালিয়েছে মার্কিন সেনারা, যেখানে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। ওই কেন্দ্রে প্রায় শ’খানেক মানুষকে আটকে রাখা হয়েছিল। ইথিওপিয়া ও পার্শ্ববর্তী আফ্রিকান দেশ থেকে কাজের খোঁজে ইয়েমেন হয়ে সৌদি আরবে প্রবেশ করতে চেয়েছিলেন তারা। অভিযোগ রয়েছে, অভিবাসীদের সীমান্ত পার করিয়ে আনার মাধ্যমে বড় অঙ্কের অর্থ উপার্জন করে থাকে হুতি বিদ্রোহীরা। তবে, এই পথ পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের দীর্ঘদিনের সংঘাত, আটক এবং নির্যাতনের ঝুঁকি বহন করতে হয়। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সর্বশেষ হামলাগুলোর বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও স্বীকার করেছে, মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে আট শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। হুতিদের দাবি অনুযায়ী, এখন পর্যন্ত ২৫০ জনের বেশি নিহত হয়েছে চলমান এ মার্কিন অভিযানে। মার্চের মাঝামাঝি শুরু হওয়া অভিযানে প্রায় প্রতিদিনই বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র।  মার্কিন সেনাবাহিনীর দাবি, লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলা এবং ইসরায়েলের জন্য হুমকিতে পরিণত হওয়ায় হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হুতিরা বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পাল্টা প্রতিশোধ হিসেবেই তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ পরিবহনে হামলা চালিয়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে মার্কিন হামলা বৃদ্ধির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ইরান। পারমাণবিক চুক্তিতে ইরানকে বাগে আনতে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করছে মার্কিন প্রশাসন। তারই অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে তেহরান সমর্থিত হুতিদের দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে মার্কিন বিমান বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম