ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
বাংলাদেশ একটা দুর্ঘটনার ‘ডিপো’: স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ চবিতে ফের সংঘর্ষ, উপ-উপাচার্যসহ আহত ২০ পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ৩ এশিয়া কাপের সূচিতে পরিবর্তন ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার নুরের সবশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসকরা নুরের খোঁজ নিয়ে গভীর উদ্বেগ জানালেন খালেদা জিয়া বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫

ইসরাইলের সাথে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন, ২০২৫,  3:16 PM

news image

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ‘ইহুদি শত্রু এবং তার জঘন্য সমর্থকদের ওপর যুদ্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত’ সম্পর্কে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ‘শত্রুদের নিষ্ঠুরতার প্রতি অপমানজনক এবং দৃষ্টান্তমূলক জবাব’ দিয়েছে। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা এবং ভোরে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর ‘পরিণতি ঘটে’ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, তেহরান তার ভূখণ্ডে আক্রমণের আনুপাতিক এবং সময়োপযোগী প্রতিক্রিয়া জানিয়েছে এবং ‘শত্রুকে অনুশোচনা করতে, পরাজয় মেনে নিতে এবং একতরফাভাবে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করেছে’। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুদের কথায় আস্থা না রেখে এবং ট্রিগারে হাত রেখে, শত্রুর যেকোনো লঙ্ঘনকারী কর্মকাণ্ডের একটি নির্ণায়ক এবং প্রতিহতকারী জবাব দিতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী।  তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আবারও ‘কঠোর জবাব’ দেয়ার হুমকি দিয়েছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ‘তেহরানের প্রাণকেন্দ্রে শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালিয়ে ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জোরালো জবাব দেয়ার’ নির্দেশ দিয়েছেন। খবর বিবিসি’র। যদিও ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার (২৪ জুন) ভোরে বলেছেন, ইসরাইল যদি হামলা বন্ধ করে তবেই তারা জবাব দেয়া বন্ধ করবেন। এদিকে ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশের পর অতি-ডানপন্থি ইসরাইলি অর্থমন্ত্রী একটি ‘অশুভ সতর্কতা’ জারি করেছেন। সামাজিক মাধ্যম এক্সে হিব্রুতে একটি ছোট বার্তা পোস্ট করেছেন স্মোট্রিচ। যেখানে তিনি লিখেছেন, ‘তেহরান কাঁপবে’।

সূত্র: আল জাজিরা, বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম