ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

ইমরান খানের ওপর ফের হামলার আশঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  10:27 AM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। শুক্রবার (১৮ নভেম্বর) ব্যবসায়ীদের করা আপিলের শুনানিকালে গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে তিনি এ কথা বলেন। ডেইলি টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান এ মাসের শুরুতে হামলার শিকার হন। আগাম নির্বাচনের দাবিতে সেদিন তিনি দেশটির ওয়াজিরাবাদ শহরে লংমার্চ করছিলেন। হামলায় তিনি গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে ভর্তি হতে হয়। হামলায় একজন পিটিআই সমর্থক নিহত হয়েছেন। দলটির কয়েকজন নেতা–কর্মীও আহত হন। এরপরই লংমার্চ স্থগিত করা হয়। পরে ইমরান অভিযোগ করেন, হামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল ফয়সাল নাসির জড়িত। তবে ইমরান খান তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। পাকিস্তান সরকার ও সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একটি আদালত শুক্রবার ইসলামাবাদে পিটিআই বিক্ষোভ চলাকালীন রাস্তা অবরোধের বিরুদ্ধে ব্যবসায়ীদের দায়ের করা আপিলের শুনানি করছিল। এ সময় সেখানে একটি গোয়েন্দা প্রতিবেদন পেশ করে পুলিশ। এই প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান আবার লংমার্চে অংশ নিলে তার ওপর আরেকটি হামলা হতে পারে। বিচারপতি আমির ফারুক পিটিআইকে এমন পরিস্থিতি এড়াতে ইসলামাবাদে সভা করার জন্য আবার আবেদন করতে বলেছেন। একই সঙ্গে লংমার্চে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে হামলার পর ১০ নভেম্বর ফের শুরু হয় লংমার্চ। তবে সরাসরি অংশ নিতে পারেননি ইমরান। বর্তমানে তিনি লাহোরে নিজ বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকেই সমর্থকদের উদ্দেশে ভার্চ্যুয়ালি ভাষণ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহে লংমার্চে উপস্থিত থাকবেন ইমরান। গত এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থা ভোটের মধ্য দিয়ে পতন হয় ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকারের। এরপর থেকে আগাম নির্বাচনের দাবিতে সারাদেশে সভা ও সমাবেশ করে আসছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম