ইনস্টাগ্রাম মেসেজে করা যাবে লোকেশন শেয়ার
আইটি ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৪, 11:08 AM
আইটি ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৪, 11:08 AM
ইনস্টাগ্রাম মেসেজে করা যাবে লোকেশন শেয়ার
নিজেদের ডিএম বা ডিফল্ট মেসেজে বাড়তি কিছু ফিচার যোগ করেছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এখন লাইভ লোকেশন শেয়ার করা যাবে মেসেজ অপশনেই। পাশাপাশি এখন ডিফল্ট মেসেজ অপশনে বন্ধুদের মজার সব ডাকনামও যোগ করা যাবে। ডিফল্ট মেসেজে শেয়ার করার মতো তিনশোর বেশি নতুন স্টিকারও এসেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। এক ঘণ্টা পর্যন্ত নতুন লোকেশন শেয়ারের ফিচারটি চালু করা যাবে। আর এটি শুধু প্রাইভেট মেসেজে থাকা চেনাজানা লোকদের কাছেই দেখাবে। আর নির্ধারিত চ্যাট বক্সের বাইরের কারও কাছেও ফরওয়ার্ড করা যাবে না এ লোকেশন। ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকে। আর এটি চালু করা প্রতিটি চ্যাট বক্সের ওপরে ‘ইউ আর শেয়ারিং ইয়োর লোকেশন’ লেখা নোটিফিকেশন পাবে ব্যবহারকারী। ম্যানুয়ালি বা নিজে থেকেও যে কোনো সময় লোকেশন শেয়ার করার ফিচার বন্ধ করা যাবে। ‘নিকনেইম’ ফিচারের মাধ্যমে মেসেজে বন্ধুদের ডাক নাম যোগ করা যাবে। “রসিকতা করে বন্ধুকে কোনও নাম দিতে বা কেবল তাদের চেনা সহজ করতে নিকনেইম ফিচার ব্যবহার করতে পারেন।” – ফিচার ঘোষণায় এমনটাই বলেছে ইনস্টাগ্রাম। চিন্তার কিছু নেই এসব ডাকনাম শুধু ডিফল্ট মেসেজেই দেখানো হবে, প্ল্যাটফর্মের অন্য কোথাও নয়। একজন ব্যবহারকারী যে কোনও সময় বন্ধুদের ডাকনাম বেছে নিতে ও বদলাতে পারবেন। ফিচারটি ব্যবহারের জন্য, চ্যাট বক্সের শীর্ষে থাকা নামের ওপর চাপুন। ‘নিকনেইম’ অপশনটি বেছে নিন, ও যে ইউজারনেইম পরিবর্তনকরতে চান সেটি বেছে নিন।