ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

ইউরোপে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর, ২০২২,  10:48 AM

news image

ইউরোপের দেশগুলোতে দ্রুতই ফুরিয়ে আসছে গ্যাস। যুক্তরাজ্যের হাতে যে গ্যাস আছে তা দিয়ে আর মাত্র নয় দিন চলবে। ফ্রান্স আরও প্রায় চার মাস চলতে পারবে। জার্মানির এখনও ৮৯ দিনের গ্যাস রয়েছে। ইউরোপে শীতকাল অতি সন্নিকটে। শীতকে ঘিরে গ্যাস মজুত শুরু করে দিয়েছে ইউরোপীয় দেশগুলো। এদিকে মজুত গ্যাস সর্বনিম্ন স্তরে ঠেকেছে যুক্তরাজ্যে। ব্রিটিশ গ্যাস কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাজ্যের মাত্র ৯ দিন চলার মতো গ্যাস বাকি আছে। এই শীতে ঘাটতি হলে ব্রিটিশরা তিন ঘণ্টার পরিকল্পিত বিদ্যুতের ঘাটতির মুখোমুখি হতে পারে। ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, শীতের আগে একটি গ্যাসের বড় একটি স্টোরেজ সাইট ফের চালু করেছে যুক্তরাজ্য। ব্রিটেনের বৃহত্তম গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সেন্ট্রিকা বলেছে, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যের গ্যাসের মজুত নিম্নস্তরে রয়েছে। অন্যদিকে ইউরোপের অন্যান্য দেশের মধ্যে জার্মানির গ্যাস রয়েছে ৮৯ দিনের, ফ্রান্সের ১০৩ দিনের ও নেদারল্যান্ডসের ১২৩ দিনের। সেন্ট্রিকা গত সপ্তাহে জানায়, নর্থ সি অঞ্চলে ‘রাফ’ নামে একটি গ্যাসক্ষেত্র ফের সচল করেছে তারা। এর ফলে যুক্তরাজ্যের গ্যাস ক্ষমতা ৫০ শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এর সাহায্যে আসন্ন শীতকালটা ভালো করেই পার করতে পারবে বলে প্রত্যাশা ব্রিটিশদের। সেন্ট্রিকা গ্রুপের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা আনন্দিত যে এই শীতের জন্য স্টোরেজ অপারেশনে ফিরে আসতে পেরেছি। আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য রাফ গ্যাসক্ষেত্রটিকে বিশ্বের বৃহত্তম মিথেন ও হাইড্রোজেন স্টোরেজ সুবিধায় পরিণত করা ও যুক্তরাজ্যের জ্বালানি সুরক্ষাকে শক্তিশালী করা। তিনি আরও বলেন, ‘স্বল্পমেয়াদে আমরা মনে করি রাফ যখন উদ্বৃত্ত থাকে তখন প্রাকৃতিক গ্যাস সঞ্চয় করে ও দেশের ঠান্ডা ও সর্বোচ্চ চাহিদার সময় যখন এটির প্রয়োজন হয় তখন এই গ্যাস উৎপাদন করে আমাদের জ্বালানি ব্যবস্থাকে সাহায্য করে। এটি দীর্ঘস্থায়ী ব্যাকআপ না দিলেও এই শীতটা ভালোভাবে পার করতে সাহায্য করবে। ন্যাশনাল গ্রিড ইএসও (ইলেকট্রিসিটি সিস্টেম অপারেটর) এই শীতে গ্যাসের ঘাটতি দেখা দিলে ব্রিটিশরা তিন ঘণ্টা করে লোডশেডিংয়ের মুখে পড়তে পারে বলে সতর্ক করার পরে এই ঘোষণা দেয়া হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম