ঢাকা ৩১ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ১২ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন, ২০২৪,  11:27 AM

news image

দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া শহরের বাইরে ভিলনিয়ানস্ক শহরের বিভিন্ন স্থানে শনিবার (২৯ জুন) রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। সাউথ চাইনা মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। জেলেনস্কি সাইট থেকে ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একটি বড় গর্ত, উপড়ে পড়া গাছ এবং এক জোড়া টারপলিন একটি পার্কের মতো দেখতে মাটিতে ছড়িয়ে রয়েছে। জেলেনস্কি টেলিগ্রামে লেখেন, “আমাদের শহর এবং সম্প্রদায়গুলি প্রতিদিন এই ধরনের রাশিয়ান হামলার শিকার হয়। তবে এটি কাটিয়ে ওঠার উপায় রয়েছে"। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেছেন, শহরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, এতে অবকাঠামো, একটি দোকান এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো বলেছেন, জাপোরিঝিয়া শহরের মূল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ভিলনিয়ানস্কে চার শিশুসহ ১৮ জন আহত হয়েছেন। গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, রাশিয়া এমন একটি স্থানে হামলা করেছে যেখানে স্থানীয় মানুষেরা তাদের অবসর সময় কাটাচ্ছিলেন। সেখানে কোনো সামরিক অবকাঠামো ছিল না। এছাড়া ইউক্রেনের কর্মকর্তারা এদিন দেশটির পূর্বাঞ্চলের একটি গ্রামে রুশ হামলায় চারজন নিহত ও ২৩ জন আহতের খবর জানিয়েছিল। অন্যদিকে, কেন্দ্রীয় শহর ডিনিপ্রোতে একইদিনে একটি নয়তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১২জন আহত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম