ঢাকা ২৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ২ দিন বন্ধ চাঁনখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা: ট্রাইব্যুনালের রায় ২০ জানুয়ারি ২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তারেক রহমানের প্রত্যাবর্তনের কর্মসূচি জানাল বিএনপি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থানে ১৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক সেনা কর্মকর্তা রেদোয়ানসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

আ.লীগের কমিটিতে ৮ পরিবর্তন

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২,  9:30 PM

news image

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে পুনরায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য পদগুলোতে আগের কমিটির অধিকাংশ সদস্যকেই বহাল রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আটটি জায়গায় পরিবর্তন এসেছে। শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা নতুন কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এতে দেখা যায়, বিদায়ী কমিটির সভাপতিমণ্ডলী থেকে বাদ পড়েছেন নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন ও আবদুল মান্নান খান। এ ছাড়া নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন বিগত কমিটির কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন সাখাওয়াত হোসেন শফিক। এই পদে দায়িত্ব পেয়েছেন আগের কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। এ ছাড়া অন্যান্য সাংগঠনিক সম্পাদক পদে কোনো পরিবর্তন আসেনি। এর পাশাপাশি গত কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন নতুন কমিটিতে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। একইসঙ্গে আগের কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে দলের উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে। যুব ও ক্রীড়া সম্পাদক, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক- এই তিনটি পদ আপাতত খালি রয়েছে। এ ছাড়া সম্মেলনে দলের কার্যনির্বাহী সংসদের সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। এগুলো পরে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হয়। পরে বেলা তিনটার দিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নতুন নেতৃত্ব নির্বাচনে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম