আড়াইশর আগেই অলআউট বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪, 2:05 PM
স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪, 2:05 PM
আড়াইশর আগেই অলআউট বাংলাদেশ
বাকি ব্যাটসম্যানরা আসা–যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে দৃঢ়তার পরিচয় দিয়েছেন মুমিনুল হক। তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৩৩ রান করেছে বাংলাদেশ। খুব বেশি সময় না থাকায় ড্রয়ের দিকেই এগোচ্ছে কানপুর টেস্ট। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ৭৪.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৩ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে ১৯৪ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেন মুমিনুল। ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পেসার জাসপ্রিত বুমরাহ। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্যাটাররা। বিদায় নেন ব্যাটার মুশফিকুর রহিম। যদিও তার আউটের ধরন বেশ অবাক করেছে সমর্থকদের। জাসপ্রিত বুমরার ইনসুইং ডেলিভারিতে বিভ্রান্ত মুশফিক। ব্যাট উঁচিয়ে সেটি ছেড়ে দিলেন। বল নাড়িয়ে দিলো স্টাম্পের বেল। ২ বলে ১১ রান করে আউট হয়েছেন মুশফিক। এরপর লিটনের সঙ্গে জুটি গড়েন মুমিনুল। তবে, লিটনের বিদায়ে এই জুটিও খুব বেশি বড় হয়নি। একপ্রকার স্বেচ্ছায় আত্মহুতি দিলেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। সিরাজের গুড লেং ডেলিভারি ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে অধিনায়ক রোহিত শর্মার হাতে ধরা পড়েন লিটন। ৩০ বলে ৩ চারে ১৩ রানে শেষ তার ইনিংস। এরপর উইকেটে আসেন সম্ভবত শেষবারের মতো টেস্টে ব্যাটিংয়ে নামা সাকিব আল হাসান। অশ্বিনের বলে ছক্কা মারতে গিয়ে সিরাজের দুর্দান্ত ক্যাচে ফেরেন সাজঘরে। আউটের আগে করেন ১৭ বলে ৯ রান। বিদায়ী টেস্টে ব্যাটিংটা ভালো হলো না এই ব্যাটারের। মাঝে ১১০ বলে ফিফটি তুলে নেন মুমিনুল। তার সঙ্গে ৮২ বলে ৫৪ রানের জুটি গড়েন মিরাজ। তবে, মিরাজের বিদায়ের পর পরবর্তী ব্যাটারদের নিয়ে আর খুব বেশিক্ষণ লড়াই করতে পারেননি মুমিনুল। দলীয় ২৩৩ রানে খালেদের বিদায় অলআউট হয় বাংলাদেশ।