ঢাকা ০৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ব্যাংক এশিয়ার সাবেক শাখা ব্যবস্থাপকের মৃত্যু: গৃহহীন স্ত্রী-সন্তানদের পাশে ব্যাংক কর্তৃপক্ষ না থাকায় রংপুর জুড়ে সমালোচনার ঝড় জঙ্গি সংশ্লিষ্টতা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে: অর্থ উপদেষ্টা দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমাতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান সিরিজ বাঁচাতে আগে ব্যাট করছে বাংলাদেশ শুল্ক-কর জমা দিতে চালু হলো ‘এ-চালান’ নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে : প্রেস সচিব চীনে সন্তান জন্ম দিলেই মিলবে টাকা ৩৮৭ জন হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে গেল বিমান

আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব, স্মরণ করা হলো জোতাকে

#

স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই, ২০২৫,  11:33 AM

news image

ক্লাব বিশ্বকাপে ব্রজিলিয়ান দলগুলো চমক দেখিয়ে আসছে টুর্নামেন্টের শুরু থেকে। শেষ ষোলতে তাদের সঙ্গে যোগ হয়েছিল সৌদি ক্লাব আল হিলাল। সবাইকে চমকে দিয়ে দুই ইউরোপিয়ান জায়ান্টকে বিদায় করে কোয়ার্টারে এসে মুখোমুখি হয় ফ্লুমিনেন্স ও আল হিলাল। ম্যাচ শুরুর আগে স্মরণ করা হয় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়াগো জোতাকে।

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। শেষ ষোলতে ম্যানসিটিকে হারিয়ে ইতিহাস গড়লেও কোয়ার্টার আর পার করা হলো না সৌদি ক্লাবটির। ব্রাজিলিয়ানদের চমকের কাছে হোঁচট খেয়ে বিদায় নিয়েছে তারা।

ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামজুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পর্তুগিজ সতীর্থকে হারিয়ে আল হিলালের রুবেন নাভাস ও জোয়াও ক্যানসেলোর কান্নাভেজা চোখ বাকিদেরও ছুঁয়ে যায়। স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যান জোতা ও তার ভাই। আন্দ্রে সিলভাও ছিলেন ফুটবলার। দুই ভাইয়ের মৃত্যুতে ফুটবল দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

ফ্লুমিনেন্সে জয় পেলেও ম্যাচজুড়ে ছিল আল হিলালের আধিপত্য। ম্যাচের অন্যান্য পরিসংখ্যানে এগিয়ে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে ছিল সৌদির ক্লাবটি। ৫৮ শতাংশ বল দখলে রেখে ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে আল হিলাল। বিপরীতে ফ্লুমিনেন্স ৪২ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নিতে পারলেও লক্ষ্যে ছিল ৩টি। ম্যাচে প্রথম গোলের দেখা পায় ব্রাজিলিয়ান ক্লাবটি। ৪০তম মিনিটে গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের সহায়তায় বক্সের ভেতর বল পেয়ে জালে জড়ান মার্তিনেল্লি। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ফ্লুমিনেন্স।

দ্বিতয়ার্ধের শুরুতে ম্যাচে ফিরে আল হিলাল। ৫১তম মিনিটে কুলিবালির সহায়তায় বল পেয়ে ডান পায়ের শটে পোস্টের ডান কোণা দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা মার্কোস লিওনার্দো। ম্যানসিটির বিপক্ষেও বিরতি থেকে ফিরেই গোল করে আল হিলালের দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছিলেন তিনি। এই ম্যাচেও হয়ত তেমনটিই প্রত্যাশা করছিল আল হিলাল। 

তবে ম্যাচের ৭০তম মিনিটে বক্সের মাঝখান থেকে ডান পায়ের দারুণ এক শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন বদলি হিসেবে নামা হারিকিউলিস। তাকে গোলে সহায়তা করেন স্যামুয়েল জাভিয়ার। এরপর নির্ধারিত সময়ে আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম