আয়ানের মৃত্যু: রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৪, 2:04 PM
নিজস্ব প্রতিবেদক
২৫ জানুয়ারি, ২০২৪, 2:04 PM
আয়ানের মৃত্যু: রোববারের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন আগামী রোববারের (২৮ জানুয়ারি) মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় বুধবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ২৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৫ জানুয়ারি রাজধানীর বাড্ডার সাতারকুল ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়। পাশাপাশি দেশের সব সরকার অনুমোদিত ও অ-অনুমোদিত হাসপাতাল ক্লিনিকের তালিকা ১ মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।