ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঊনসত্তরের গণঅভ্যুত্থানই স্বাধীনতার পথ তৈরি করেছে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের বরিশাল সফরের নতুন সূচি ঘোষণা রাজধানীতে বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার দেশের জন্য আবু সাঈদের মতো বুক পেতে দিতে রাজি আছি: জামায়াত আমির সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার বাবা নেই, দোয়া আছে—শিরোপা জয়ের দিনে সাকলাইন প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে: চরমোনাই পীর বন্ধুত্বের আড়ালে চীন একসময় তাদের গিলে খাবে: ট্রাম্প

আবারও বিচ্ছেদের পথে জেনিফার

#

বিনোদন ডেস্ক

১২ অক্টোবর, ২০২২,  10:47 AM

news image

দীর্ঘ ১৭ বছর পর এক হয়েও বিচ্ছেদের পথে হাঁটছেন সংগীতশিল্পী জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। সম্প্রতি এমনই সংবাদ প্রকাশ করছেন একাধিক গণমাধ্যম। ২০০০ সালে সম্পর্কে জড়ান এই দম্পতি। এরপর ২০০২ সালে বাগদানের পর ভেঙে যায় তাদের সম্পর্ক। তবে কিছুদিন আগে নতুন করে একে অপরের কাছে আসেন তারা। এমনকি গাঁটছড়াও বেঁধেছে এই জুটি। সম্প্রতি মধুচন্দ্রিমা সেরে লস এঞ্জেলেসের বাড়িতেও ফিরেছেন জেনিফার ও বেন।  কিন্তু এরইমধ্যে গুঞ্জন রটেছে আবারও সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন তারা!  জানা গেছে, পারিবারিক কলহে ভুগছেন এই তারকা দম্পতি। কর্মজীবনের ব্যস্ততার কারণে কেউ কাউকে সময় দিতে পারছেন না বলে তারা এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এক ঘনিষ্ট সূত্র দাবি করেছে, ক্যারিয়ার ছাড়া নাকি কিছুই বোঝেননি ‘দ্য বয় নেক্সট ডোর’ নায়িকা! তাই বেনও বোঝেননি। মধুচন্দ্রিমার পর তিক্ততা আরও বেড়েছে। সূত্রটি আরও দাবি করেছে, বেন সাধারণত জিন্স-টি-শার্টে স্বচ্ছন্দবোধ করেন। কিন্তু জেনিফার এখন তাকে নির্দেশ দিচ্ছেন, কী পরবেন আর কী পরা যাবে না। বেনের ধূমপানের অভ্যাসও একেবারেই পছন্দ করছেন না অভিনেত্রী। শুধু তা-ই নয়, বেনের অগোছালো হয়ে থাকা নিয়েও সমস্যা আছে জেনিফারের।  তার দাবি, বেন যথেষ্ট পরিচ্ছন্ন হয়ে থাকেন না। অন্যদিকে, বেনও সদ্য বুঝতে পেরেছেন, তার নতুন বউ ঠিক আগের মতোই কাজপাগল! আর কোনো দিকে বিশেষ খেয়াল নেই তার। এমন অবস্থায় অনেকেই মনে করছেন বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয় গুঞ্জনের বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম