আদালত অবমাননার নামে এতদিন মানুষের মর্যাদাহানি করা হয়েছে: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৪, 1:06 PM
নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট, ২০২৪, 1:06 PM
আদালত অবমাননার নামে এতদিন মানুষের মর্যাদাহানি করা হয়েছে: অ্যাটর্নি জেনারেল
আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় বিএনপির সাত শীর্ষ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের পরবর্তী শুনানি আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শেষে এ দিন ধার্য করেন। শুনানি চলাকালে বিএনপির আইনজীবীদের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগকে কলংকিত করার প্রবণতা কেন। এ সময় আপিল বিভাগকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আদালত অবমাননার নামে দিনের পর দিন মানুষের মর্যাদাহানি করা হয়েছে। পরে বিএনপির আইনজীবীদের রোববার হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়। সাত আইনজীবী হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী মো. কামরুল ইসলাম সজল। প্রসঙ্গত, গত বছরের ১৫ অগাস্ট শোক দিবসের আলোচনা সভায় ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দুই বিচারকের বক্তব্য ধরে তাদের অপসারণ চেয়ে কর্মসূচি পালন করেন বিএনপির আইনজীবীরা। পরে তারা সুপ্রিম কোর্টে সমাবেশ ও কালো পতাকা মিছিল করেন এবং দুজন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলনসহ তাদের বিচারকাজ থেকে বিরত রাখতে কর্মসূচিও ঘোষণা করেন।