ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
কলারোয়ায় মাছ চুরি করতে নিষেধ করায় যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিল প্রতিপক্ষরা চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত ৩ নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভ ভারতে ১২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে: ফরিদা আখতার শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরেই শায়িত হলেন ফরিদা পারভীন ফরিদপুরে উপজেলা অফিস-থানায় হামলা, ভাঙচুর-আগুন পুলিশের বড় পদে রদবদল ঢামেকে জন্ম নেওয়া ৬ নবজাতকের চার জনের মৃত্যু বিজিবির জরুরি বার্তা জামায়াতে ইসলামীর ৩ দিনের কর্মসূচি ঘোষণা

আদালতের সঙ্গে প্রতারণা: সেলিম চেয়ারম্যানকে ৫০ লাখ টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  2:06 PM

news image

আদালতের সঙ্গে প্রতারণা করে ভিত্তিহীন রিট করার ঘটনায় চাঁদপুরের বহুল আলোচিত সেলিম চেয়ারম্যানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এ রায় দেন। সেই সঙ্গে তার অন্য দুই সহযোগীকেও ২৫ লাখ করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণের সুযোগে প্রায় ৩৬০ কোটি টাকা লোপাট চেষ্টাকাণ্ডে বিতর্কিত ইউপি চেয়ারম্যান সেলিম খান কর্তৃক উচ্চ আদালতে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এদিন রায়ের শুরুতে রিট প্রত্যাহার চান সেলিম চেয়ারম্যানের আইনজীবী। যা শুনে ক্ষুব্ধ আদালত বলেন হাইকোর্টের সঙ্গে প্রতারণা মেনে নেয়া হবেনা  চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬২ একর ভূমি অধিগ্রহণের জন্য সেলিম খানদের দাবি অনুযায়ী জমির মূল্য ৫৫৩ কোটি টাকা আসে। আর জেলা প্রশাসক যে প্রাক্কলন দিয়েছেন তাতে জমির মূল্য আসে ১৯৩ কোটি টাকা। এ বিষয়টি নিয়ে গত বছরের নভেম্বর মাসে জুয়েল এবং ডিসেম্বর মাসে সেলিম খান পৃথক দুটি রিট করেছিলেন।  চাঁদপুর স্থানীয়  প্রশাসন সূত্র জানায়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ভূমি অধিগ্রহণের জন্য লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনাপাড়ের একটি এলাকা নির্ধারণ করা হয়। পরবর্তী সময়ে ৬২ একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করতে গিয়ে দেখা যায়, ওই ইউপির চেয়ারম্যান সেলিম খান তার ছেলেমেয়েসহ অন্যান্য জমির মালিকরা অস্বাভাবিক মূল্যে দলিল তৈরি করেন। ফলে ওই জমি অধিগ্রহণে সরকারের ব্যয় বেড়ে দাঁড়ায় ৫৫৩ কোটি টাকা।  জমির অস্বাভাবিক মূল্য দেখে সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বিষয়টি তদন্ত করলে বেরিয়ে আসে সরকারের কয়েকশ’ কোটি টাকা লোপাট পরিকল্পনার তথ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম