ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

আকরিক. লোহার দর আরও কমলো

#

১১ অক্টোবর, ২০২৩,  11:18 AM

news image

আকরিক লোহার সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) ৬ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বিশ্বের বৃহত্তম উৎপাদক চীনের ইস্পাতের উৎপাদন নিম্নমুখী হওয়ার উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি দেশটির ধুঁকতে থাকা সম্পত্তি খাত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে লৌহ আকরিক আরও দর হারিয়েছে। আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী জানুয়ারির আকরিক লোহার দাম কমেছে ১ দশমিক ৭০ শতাংশ। প্রতি টনের দর নিষ্পত্তি হয়েছে ৮১৯ ইউয়ান বা ১১২ ডলার ৪০ সেন্টে। গত ৩০ আগস্টের পর যা সবচেয়ে কম। একই কার্যদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী নভেম্বরের আকরিক লোহার চুক্তি মূল্য নিম্নগামী হয়েছে ২ দশমিক ৬ শতাংশ। টনপ্রতি দাম স্থির হয়েছে ১০৯ ডলার ৪৫ সেন্টে। গত ৩০ আগস্টের পর যা সর্বনিম্ন। ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ব্যাংকের (এএনজেড) বিশ্লেষকরা জানান, বিশ্বের বৃহৎ ভোক্তা চীনে নতুন অবকাঠামো নির্মাণ কর্মকাণ্ড ব্যাপক কমেছে। ফলে কঠিন ধাতু ইস্পাত তৈরির মূল উপকরণ আকরিক লোহার দরপতন ঘটেছে। তারা আরও বলেন, আসন্ন শীতকালে ইস্পাতের উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। এতে এ খাতে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা। পরিপ্রেক্ষিতে শক্ত ধাতুটির দাম কমেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম