আইসিসি র্যাঙ্কিং: অবাক করেছেন কোহলি, বাংলাদেশের কে কোথায়
স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর, ২০২৪, 11:07 AM
স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর, ২০২৪, 11:07 AM
আইসিসি র্যাঙ্কিং: অবাক করেছেন কোহলি, বাংলাদেশের কে কোথায়
ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার ছাপ পড়েছে বিরাট কোহলির র্যাঙ্কিংয়ে। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এখন প্রথম ২০ জনের মধ্যেও নেই তার নাম। প্রায় ১০ বছর পর এমন অভিজ্ঞতা হয়েছে ভারতীয় ব্যাটিং গ্রেটের।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (০৬ নভেম্বর) প্রকাশ করে আইসিসি। যেখানে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ৮ ধাপ পিছিয়ে গেছেন কোহলি। তার অবস্থান এখন ২২ নম্বরে, রেটিং পয়েন্ট ৬৫৫।
নিউজিল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে খেলা মুম্বাই টেস্টে একবারও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি কোহলি। দুই ইনিংস তার রান যথাক্রমে ৪ ও ১। শুধু এই ম্যাচেই নয়, টেস্টে গত ১০ ইনিংসে কেবল একবার পঞ্চাশ ছুঁতে পেরেছেন তিনি। যার ফলে র্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে নিচে নেমে গেছেন তারকা এই ব্যাটসম্যান। ২০১৪ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা ২০ জনে নেই কোহলির নাম।
মুম্বাই টেস্টে ব্যাট হাতে আলো ছড়িয়ে ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে ফিরেছেন ভারতের কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত ও নিউজিল্যান্ড অলরাউন্ডার ড্যারিল মিচেল। ৫ ধাপ এগিয়ে ৭৫০ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন পান্ত। এরপরেই অবস্থান ৮ ধাপ এগোনো মিচেলের (৭৪৩)।
কিউইদের বিপক্ষে ২৫ রানে হেরে যাওয়া মুম্বাই টেস্টে দুই ইনিংসেই ফিফটি করেন পান্ত। প্রথম ইনিংসে ৬০ রান করা বাঁহাতি ব্যাটসম্যান দ্বিতীয় ইনিংসে রান তাড়ায় দলকে জয়ের স্বপ্নও দেখান। কিন্তু বিতর্কিত এক সিদ্ধান্তে আউট হয়ে ফেরেন ৬৪ রান করে।
কিউইদের জয়ে বড় অবদান রাখেন মিচেল। প্রথম ইনিংসে ৮২ রান করেন তিনি। দ্বিতীয়ভাগে তার ব্যাট থেকে আসে ২১ রান। গত সেপ্টেম্বরে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয় ছিলেন মিচেল।
ভারত সফরে সিরিজ সেরার পুরস্কার জেতা উইল ইয়াংয়ের উন্নতি ২৯ ধাপ, আছেন ৪৪তম স্থানে। মুম্বাই টেস্টে দুই ইনিংসে ৭১ ও ৫২ রান করেন কিউই টপ অর্ডার ব্যাটসম্যান। তিন ধাপ এগিয়ে ৪২ নম্বরে গ্লেন ফিলিপিস।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে র্যাঙ্কিংয়ের হালনাগাদে। ওই ম্যাচে একই ইনিংসে তিন প্রোটিয়া ব্যাটসম্যান পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ; টেস্টের ইতিহাসে এমনটা দেখা গেছে দ্বিতীয়বার। সেঞ্চুরি করা টোনি ডি জোর্জি (৩২ ধাপ এগিয়ে ৩৮তম), ট্রিস্টান স্টাবস (২৭ ধাপ এগিয়ে ৭১তম) ও ভিয়ান মুল্ডারের (১৯ ধাপ এগিয়ে ৭৫তম) র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ইনিংস ও ২৭৩ রানে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের উন্নতি হয়নি। টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের সেরা অবস্থান মুশফিকুর রহিমের, ৩১তম।
ব্যাটসম্যানদের তালিকায় আগের মতো প্রথম দুই স্থানে ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ভারতের ইয়াশাসভি জয়সওয়াল (চারে) এক ধাপ নিচে নেমে যাওয়ায় এখন তিনে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। পাঁচে যথারীতি অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম তিন স্থানে আগের মতোই আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। রাভিচান্দ্রান অশ্বিন (পাঁচে) এক ধাপ নিচে নেমে যাওয়ায় এখন চারে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
দল হারলেও মুম্বাইয়ে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নেওয়া রবিন্দ্রা জাদেজার উন্নতি দুই ধাপ। ষষ্ঠ স্থানে আছেন তিনি। আর ১১ উইকেট নিয়ে ওই ম্যাচে সেরার পুরস্কার জেতা এজাজ প্যাটেল এগিয়েছেন ১২ ধাপ। কিউই বাঁহাতি স্পিনার আছেন ক্যারিয়ার সেরা ২২তম স্থানে। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশাভ মহারাজ ৪ ধাপ এগিয়ে এখন ১৯ নম্বরে।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে জাদেজা, দুইয়ে অশ্বিন। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (ষষ্ঠ) ৩ ধাপ নিচে নেমে যাওয়ায় এক ধাপ করে উপরে উঠেছেন তার সতীর্থ সাকিব আল হাসান (তৃতীয়), ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (চতুর্থ) ও ইংল্যান্ডের জো রুট (পঞ্চম)।