ঢাকা ৩০ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর, ২০২২,  4:30 PM

news image

অর্থনীতিতে নোবেল ঘোষণা করা হয়েছে। চলতি বছর যৌথভাবে এই পুরস্কারে ভূষিত হয়েছেন তিনজন। তারা হলেন, বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। তিনজনই মার্কিন নাগরিক। সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সে। নোবেল প্রাইজের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ব্যাংক এবং আর্থিক সংকটের ওপর গবেষণার জন্য এই তিন অর্থনীতিবিদকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে। ১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে। সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার। বেন এস বারন্যাঙ্কে ১৯৫৩ সালের ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের অগাস্টা শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসি’র দ্য ব্রুকিংস ইন্সটিটিউশনে কর্মরত। ডগলাস ডব্লিউ ডায়মন্ডও ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব শিকাগোতে কর্মরত রয়েছেন।  অন্যদিকে ফিলিপ এইচ ডিবভিগ ১৯৫৫ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটিতে কর্মরত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম