অবৈধ সম্পদ অর্জনের মামলায় কাউন্সিলর রাজীবের জামিন
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২২, 2:46 PM
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২২, 2:46 PM
অবৈধ সম্পদ অর্জনের মামলায় কাউন্সিলর রাজীবের জামিন
অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল মো. তারেকুজ্জামান রাজীবের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক প্রদীপ কুমার রায় শুনানি শেষে তার জামিনের আদেশ দেন। এদিন রাজীবের পক্ষে জামিন শুনানির করেন আইনজীবী শাহিনুর রহমান। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় রাজীবের জামিনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৯ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। রাজীবের আরেক আইনজীবী খাজা গোলামুর রহমান জানান, তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনি তিনি কারামুক্ত হতে পারছেন না। উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নম্বরে এক বন্ধুর বাসা থেকে কাউন্সিলর রাজীবকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ ও নগদ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়। এরপর রাজীবকে নিয়ে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালানো হয়। একই দিন তার অফিসে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে ৫ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়। ওই বছরের ৬ নভেম্বর কাউন্সিল রাজীবের বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০২১ সালে তিনি রাজীবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।