ঢাকা ০৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কাউন্সিলর রাজীবের জামিন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২২,  2:46 PM

news image

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল মো. তারেকুজ্জামান রাজীবের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক প্রদীপ কুমার রায় শুনানি শেষে তার জামিনের  আদেশ দেন। এদিন রাজীবের পক্ষে জামিন শুনানির করেন আইনজীবী শাহিনুর রহমান। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় রাজীবের জামিনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৯ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। রাজীবের আরেক আইনজীবী খাজা গোলামুর রহমান জানান, তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনি তিনি কারামুক্ত হতে পারছেন না। উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নম্বরে এক বন্ধুর বাসা থেকে কাউন্সিলর রাজীবকে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ ও নগদ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়। এরপর রাজীবকে নিয়ে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালানো হয়। একই দিন তার অফিসে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে ৫ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়। ওই বছরের ৬ নভেম্বর কাউন্সিল রাজীবের বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০২১ সালে তিনি রাজীবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম