ঢাকা ২১ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর মোবাইল হ্যাক মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা চাঁদাবাজদের কারণেই বাড়ছে দাম, তালিকা করে অভিযান: ডিএমপি কমিশনার সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের উপদেষ্টা হাসান আরিফের দাফন সোমবার নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল, চার বন্দরে সতর্ক সংকেত সড়কের নৈরাজ্যে পলিটিক্যাল প্রভাব জড়িত: নাহিদ ইসলাম রাহাত ফতেহ আলীর কনসার্ট উপলক্ষে ডিএমপি নির্দেশনা নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাব: ড. ইউনূস

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কাউন্সিলর রাজীবের জামিন

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২২,  2:46 PM

news image

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল মো. তারেকুজ্জামান রাজীবের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত- ৭ এর বিচারক প্রদীপ কুমার রায় শুনানি শেষে তার জামিনের  আদেশ দেন। এদিন রাজীবের পক্ষে জামিন শুনানির করেন আইনজীবী শাহিনুর রহমান। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় রাজীবের জামিনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৯ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন। রাজীবের আরেক আইনজীবী খাজা গোলামুর রহমান জানান, তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনি তিনি কারামুক্ত হতে পারছেন না। উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ৪০৪ নম্বরে এক বন্ধুর বাসা থেকে কাউন্সিলর রাজীবকে আটক করে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৭ বোতল বিদেশি মদ ও নগদ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়। এরপর রাজীবকে নিয়ে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় অভিযান চালানো হয়। একই দিন তার অফিসে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে ৫ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক বই জব্দ করা হয়। ওই বছরের ৬ নভেম্বর কাউন্সিল রাজীবের বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০২১ সালে তিনি রাজীবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম