অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় সাংবাদিক রোজিনাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২২, 3:03 PM
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২২, 3:03 PM
অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় সাংবাদিক রোজিনাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন
অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবিাদিক রোজিনা ইসলামকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোজিনা ইসলামের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। মামলার অভিযোগ সত্যি ছিলো না বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তা। বুধবার (২৬ অক্টোবর) এ প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৪ জুলাই দেয়া এ প্রতিবেদন আজকে প্রকাশিত হয়। এই প্রতিবেদন গ্রহণ করলে মামলা থেকে রোজিনাকে অব্যাহতি দেবেন আদালত। এর আগে, ২০২১ সালের ১৭ মে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করা হয়।