ঢাকা ১৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
নতুন রূপে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী এনবিআরের আরও ৮ কর কর্মকর্তা বরখাস্ত ইসির বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা কমিশনের ব্যর্থতার দায় সবাইকে নিতে হবে: আলী রীয়াজ রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি সাত কলেজে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি যৌতুক না পেয়ে স্ত্রীর পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যু প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

‘নির্বাচনকালীন ইসির অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ’

#

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৩,  5:07 PM

news image

পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম বলেছেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন নির্বাচনকালীন সময়ে যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনা পালনে সচেষ্ট থাকবে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা শিল্পকলা অডিটোরিয়ামে রংপুর মেট্রোপলিটন পুলিশের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশে অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে রংপুর নগরীর সুরভী উদ্যানের সম্মুখ থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেট্রোপলিটন পুলিশের দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজনের শুভসূচনা করেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জঙ্গিবাদ উত্থান হবে—এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। জঙ্গিবাদ ও সংসদ নির্বাচনসহ আইনশৃঙ্খলতাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ২০১৮ সালে ১৬ সেপ্টেম্বর ২৪০ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ছয়টি থানায় বিভক্ত হয়ে ১১৯১ জনবল নিয়ে যাত্রা শুরু করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম