‘ডিসেম্বরের মধ্যে টিকা পাবে ৫০ শতাংশ মানুষ’
নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর, ২০২১, 2:09 PM
নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর, ২০২১, 2:09 PM
‘ডিসেম্বরের মধ্যে টিকা পাবে ৫০ শতাংশ মানুষ’
আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০ শতাংশ মানুষ করোনা টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন। লোকমান হোসেন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে। আগামী বছরের মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে, এ জন্য ২৮ কোটি ডোজ টিকাপ্রাপ্তি নিশ্চিত হয়েছে। সচিব বলেন, এ দেশের রিকশাওয়ালা, ভ্যানওয়ালারাও মর্ডানা-ফাইজারের টিকা পেয়েছে। আবার কেউ কেউ লাখ লাখ টাকা খরচ বরে দুবাই গিয়ে ফাইজার টিকা দিয়ে এসেছে। কিন্তু সরকার বিনামূল্যে এসব টিকা নিশ্চিত করেছে।