ঢাকা ২৫ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মঙ্গলবার সাতক্ষীরায় আসছেন ডা. শফিকুর রহমান বিসিবির পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম চট্টগ্রামে উন্নয়ন ও পরিবর্তনের রূপরেখা দিলেন তারেক রহমান ‘কৃষি ছাড়া অন্য বিষয়ে কথা বলবো না’, ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা একনেক সভায় ৪৫ হাজার কোটির প্রকল্প অনুমোদন বগুড়াকে সিটি কর্পোরেশন ও পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: জামায়াত আমির ‘বয়কট’ গুঞ্জনের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের ক্ষমতায় গেলে দুটি প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার তারেক রহমানের এবারের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে: নাহিদ ইসলাম ‘আ. লীগ যা করেছে, তা বিএনপির কেউ করলে ব্যবস্থা নেব’ : মির্জা ফখরুল

‘কৃষি ছাড়া অন্য বিষয়ে কথা বলবো না’, ছাত্রলীগ নেতার প্যারোলে মুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৬,  4:50 PM

news image

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ইস্যুতে কোনো মন্তব্য করতে চাননি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধেই ছিলাম। এখন কৃষির বিষয় ছাড়া অন্য কিছু বলবো না।’ এ সময় তিনি দেশের খাদ্যশস্য উৎপাদনের তথ্য তুলে ধরে বলেন, গত বছরের তুলনায় ধান উৎপাদন ৬ শতাংশ, আলু ১৪ শতাংশ এবং সরিষা ৮৬ শতাংশ বেড়েছে। সরকার কোল্ড স্টোরেজের সংখ্যাও বৃদ্ধি করেছে বলে জানান তিনি। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব না দিয়ে তিনি ব্রিফিং কক্ষ ত্যাগ করেন। এদিকে, বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে শুক্রবার দুপুরে জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় তাদের নয় মাস বয়সী সন্তান নাজিমের মরদেহ। পুলিশ ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মানসিক হতাশা থেকে সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন ওই নারী। শনিবার দিবাগত রাত ১২টার দিকে জানাজা শেষে মা ও সন্তানকে পাশাপাশি দাফন করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র পাঁচ মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান জুয়েল হাসান সাদ্দাম। স্বজনদের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ সেখানে আনা হয় এবং সব আনুষ্ঠানিকতা শেষে অল্প সময়ের মধ্যেই তা আবার বের করে নেওয়া হয়। সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। তবে এ বিষয়ে বাগেরহাট ও যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম এবং বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দি রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম