ঢাকা ১০ জুন, ২০২৩
সংবাদ শিরোনাম
দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় পেঁয়াজ-মুরগি-সবজির দাম কমেছে সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী সাভারে ডিবির অভিযোনে ৫০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১০ দিন আগেই বাজারে আসছে ‘হাঁড়িভাঙা আম’ ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষক : খাদ্যমন্ত্রী টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ১৮২ ক্যান বিয়ার জব্দ নকলায় বৃষ্টির প্রত্যাশায় ব্যাঙের বিয়ে! দেখতে মানুষের ঢল বাগদান সারলেন টাইগার পেসার হাসান মাহমুদ

‘কনস্টেবল রনি প্রেমে বিষণ্নতা থেকে আত্মহত্যা করতে পারেন’

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  1:59 PM

news image

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ বলেছেন, প্রেমঘটিত কারণে বিষণ্নতা থেকে কনস্টেবল আশরাফ উজ জামান রনি (২২) আত্মহত্যা করতে পারেন। তবে বিষয়টি তদন্তের পর সঠিক কারণ জানা যাবে। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন। মো. শহিদুল্লাহ বলেন, কনস্টেবল রনির সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। তারা মোবাইল ফোনে অনেক সময় কথা বলতেন। বুধবার রাতের বেশির ভাগ সময় ওই মেয়েটির সঙ্গে রনির মোবাইল ফোনে কথা হয়। বৃহস্পতিবার সকালে ডিউটিতে যাওয়ার আগেও তাদের মধ্যে কথা হয়েছিল। প্রাথমিকভাবে নিহতের মোবাইল ফোন চেক করে দেখা গেছে, প্রেমঘটিত বিষয় নিয়ে রনির প্রেমিকার সঙ্গে ঝামেলা চলছিল।

এ কারণেই তিনি নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করতে পারেন। পুলিশের কোনো কনস্টেবল পিস্তল ব্যবহার করতে পারেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএমপি সদরদপ্তর থেকে সিদ্ধান্ত হয় চেকপোস্টে যে কনস্টেবলরা ডিউটি করবেন তারা নিরাপত্তার স্বার্থে পিস্তল ব্যবহার করবেন। এটি অনেক আগে থেকেই সব চেকপোস্টে ব্যবহার হচ্ছে। এর আগে বৃহস্পতিবার সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বনানী ১১ নম্বরে চেকপোস্টে ডিউটিতে ছিল রনি। সকালে স্বাভাবিকভাবে তিনি ডিউটিতে আসেন। সঙ্গে আরও পুলিশ সদস্য ছিলেন। সকাল ৬টা ৪৯ মিনিটে চেকপোস্টের পাশেই বাথরুমে যাওয়ার কথা বলে নিজের পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন রনি। পরে সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম