ঢাকা ১৬ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
নতুন রূপে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী এনবিআরের আরও ৮ কর কর্মকর্তা বরখাস্ত ইসির বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪টি দল গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণ, ওসিসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা কমিশনের ব্যর্থতার দায় সবাইকে নিতে হবে: আলী রীয়াজ রাজধানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ, ওসিসিতে ভর্তি সাত কলেজে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি যৌতুক না পেয়ে স্ত্রীর পেটে লাথি, গর্ভের সন্তানের মৃত্যু প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

৭ বছর পর সিনেমার গানে ফিরলেন মিলা

#

বিনোদন প্রতিবেদক

১১ মার্চ, ২০২৫,  10:48 AM

news image

সাত বছর পর সিনেমার গানে গাইলেন গায়িকা মিলা ইসলাম। সঞ্জয় সমাদ্দারের 'ইনসাফ' সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ‘প্রেম পুকুরে বরশি ফেলে আনবরে ধরে’ কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ইমন বলেছেন, মিলার আড়ালে চলে যাওয়ার বিষয়টি তিনি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তার কথায়, পাশ্চাত্য সংগীতের মিশেলে এখন যে আধুনিক গান তৈরি হচ্ছে, তা মিলার মত শিল্পীর কণ্ঠে বেশি মানানসই। ইমনের করা সুরে এর আগে মিলা চারটি গান করেছেন। সেই গানগুলো দারুণ সাড়া তুলেছিল বলেও জানিয়েছেন এই সংগীত পরিচালক। ইমন জানান, সেসব ভেবেই আবার মিলাকে প্লেব্যাকে ফিরিয়ে আনা। আশা করছি মিলার গাওয়া ‘ইনসাফ’ সিনেমার গানটি অনেকের ভালো লাগবে। চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে উচ্ছ্বসিত মিলা। তিনি বলেন, শওকত আলী ইমনের সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তা আমি লুফে নিয়েছি। তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এল, তখন দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়ে ‘ইনসাফ’ সিনেমার প্লেব্যাক করেছি। ভক্তদের উদ্দেশে মিলা বলেন, ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শুনতে চান, ‘প্রেম পুকুরে’ তেমনই একটি ভিন্নধাঁচের আয়োজন। গানটি অনেকের প্রত্যাশা অনেকটা পূরণ করবে বলেই আমার বিশ্বাস। দীর্ঘদিন সংগীত থেকে দূরে থাকলেও গেল বছরের কোরবানির ঈদে প্রকাশ পেয়েছিল মিলার 'টোনা টুনি' শিরোনামে একটি গান। ‘বাবুরাম সাপুড়ে’ গান দিয়ে এক সময় দর্শক মাতিয়েছিলেন মিলা। পরে ব্যক্তিজীবনের সংকটের কারণে গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম