ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

৭৫ পরবর্তী দুঃসময়ের নেতা বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিমের স্বরণসভা অনুষ্ঠিত

#

নাসরিন পারভীন

০৭ নভেম্বর, ২০২১,  11:45 AM

news image

বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের অন্যতম প্রধান সংগঠক ও হরিরামপুর ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিমের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। (শনিবার) বাদ যোহর কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে তুরাগ থানা আওয়ামী লীগ ও হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে প্রয়াত এই নেতার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান এমপি। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর নির্দেশে আমরা জীবন বাঁজি রেখে এদেশকে শত্রুমুক্ত করার জন্য লড়াই সংগ্রাম করে হানাদার বাহিনীকে পরাজিত করেছিলাম। হাসিম চেয়ারম্যান আমার রনাঙ্গনের সাথী ছিলেন। এই অঞ্চলে আওয়ামী লীগকে সংগঠিত করতে গিয়ে তিনি বিভিন্ন সময় বিএনপির সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। আবুল হাসিম চেয়ারম্যান বহু মামলার আসামী হয়েছেন কিন্তু তিনি আদর্শচ্যুত হন নাই, ন্যায়নিষ্ঠা থেকে তিনি দূরে সরে যান নাই। মন্ত্রী আরো বলেন, একটা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আবুল হাসিম বাংলাদেশ আওয়ামী লীগকে অত্র অঞ্চলে দাঁড় করিয়েছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে যখন বঙ্গবন্ধুর নাম নেয়া যেত না ঠিক তখন আমাদের এই দুঃসাহসিক মুজিব আদর্শের সৈনিক প্রিয় সহকর্মী আবুল হাসিম চেয়ারম্যান জীবনের ঝুঁকি নিয়ে এলাকাবাসীকে সংগঠিত করেছেন এবং আন্দোলন, লড়াই, সংগ্রাম চালিয়ে গেছেন।  বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব  মোহাম্মদ হাবিব হাসান বলেন, প্রয়াত আবুল হাসিম চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন আস্থাভাজন সৈনিক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন মানুষ। তৎকালীন সময়ে আমরা দেখেছি আবুল হাসিম রাজনৈতিক প্রতিপক্ষকে বীরের মতো মোকাবেলা করেছেন। তিনি বলেন, আজকে তুরাগে আমরা যে আওয়ামী লীগকে দেখি এই আওয়ামী লীগকে সংগঠিত করতে হাসিম চেয়ারম্যান অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি তুরাগের জন্য অনেক কিছু করেছেন। বৃহত্তর উত্তরা থানায় যখন তিনি সাধারণ সম্পাদক ছিলেন আমরা তাঁর নেতৃত্বে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপি জামাতের বিরুদ্ধে লড়েছি। স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম মান্নান প্রমুখ মহানগর নেতৃবৃন্দরা। এ সময় বক্তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিম চেয়ারম্যানকে ৭৫ পরবর্তী দুঃসময়ের নেতা হিসেবে অভিহিত করেছেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে আবুল হাসিম চেয়ারম্যানের অবদান স্ব স্ব বক্তব্যে তুলে ধরেন অতিথিরা।উক্ত স্বরণসভার সভাপতিত্ব করেন তুরাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দীন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা আব্দুর রশিদ। এসময় প্রয়াত আবুল হাসিম চেয়ারম্যানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।সকলেই প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান মহান স্বাধীনতা সংগ্রামের সূর্য সন্তান বীরমুক্তিযোদ্ধা আবুল হাসিমের রুহের মাগফেরাত কামনা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম