৫-১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা শুরু
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২২, 2:07 PM
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট, ২০২২, 2:07 PM
৫-১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা শুরু
দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ বছরের শিশুদের পরীক্ষামূলক টিকা কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক পরীক্ষামূলক এই কার্যক্রমে টিকা নিবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১৬ শিক্ষার্থী এর আগে স্বাস্থ্য অধিদপ্ততের মহাপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম বলেন, ৫-১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে শুরু হবে। এ টিকা কার্যক্রমের প্রথম রাউন্ড চলবে ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন। এরপর দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) হবে প্রথম রাউন্ডের দুই মাস পর। তিনি বলেন, শিশুদের জন্য ফাইজারের বিশেষ ব্যবস্থায় তৈরি করা টিকা পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে আছে। আমাদের টিকা কর্মীরাও সারা দেশে প্রস্তুত রয়েছেন।