ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

৫ মাসের শিশুকে যৌন নির্যাতন, বৃদ্ধ আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৮ মে, ২০২৫,  11:55 AM

news image

মাদারীপুরে ৫ মাসের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রহিম বেপারী ওরফে রতন মন্ডল (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নবপল্লী এলাকা থেকে তাকে আটক করা হয়।  টক বৃদ্ধ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিয়া গ্রামের গণি বেপারী ওরফে হরি মন্ডলের ছেলে। বুধবার সকালে এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি মাসুদ খান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) দুপুরে ভাত খাওয়ার সময় ওই শিশুটির মা তাকে প্রতিবেশী কল্পনা দত্তের কাছে দেয়। পরে হাঁস শিকারের জন্য শিয়াল আসলে শিশুটিকে কল্পনা তার স্বামী রতনের কাছে দিয়ে শিয়াল তাড়াতে যায়। এসময় শিশুটিকে কোলে নিয়ে যৌন নির্যাতন করে রতন। এরপর কোলে প্রস্রাব করেছে বলে কল্পনার কোলে দিয়ে দেয় এবং ওই শিশুকে তার মায়ের কাছে দিয়ে আসতে বলেন। একপর্যায়ে শিশুটির মা (গোপনাঙ্গে) রক্ত দেখে প্রথমে স্থানীয় প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা করান। পরের দিন রোববার (২৫ মে) অবস্থার উন্নতি না হলে শিশুটিকে ফরিদপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে শালিস মিমাংসার নামে মোটা অংকের টাকাসহ জমির দলিল হাতিয়ে নেওয়ার পায়তারা করেন কদমবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি গোলক বসুর ছেলে অমলেন বসু কচিসহ স্থানীয় একটি প্রভাবশালী মহল। সোমবার (২৬ মে) বিকেলে অভিযুক্ত রতনকে একটি ঘরে আটকে রেখে মারধর করে ১০ হাজার টাকা নেয় তারা। মঙ্গলবার (২৭ মে) দুপুরে আবার রতনের বসতবাড়ির জায়গার দলিল লিখে নেওয়ার চেষ্টা চালায়। এসময় গণমাধ্যম কর্মীরা খবর পেয়ে রাজৈর থানা পুলিশকে জানান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ওই বৃদ্ধকে আটক করে এবং একই সাথে দলিলপত্রও উদ্ধার করা হয়। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, মুসলিম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করে রহিম থেকে রতন হয়েছেন শিশুকে যৌন নির্যাতনকারী বৃদ্ধ। দীর্ঘদিন ধরে হিন্দু এক নারীকে বিয়ে করে কদমবাড়ি ইউনিয়নের নবপল্লী গ্রামে বাড়ি করে বসবাস করে আসছিলেন তিনি। কদমবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি গোলগ বসুর ছেলে অমলেন বসু কচি শালিস মিমাংসার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমাকে প্রতিবেশী হিসেবে ডেকেছিল, তাই গেছি। কিন্তু কোন শালিস মিমাংসা হয় নাই। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাধানের কথা বলছিল। পরে পুলিশ এসে অভিযুক্ত ও ভিকটিম দুই পক্ষকে থানায় নিয়ে গেছে। পুলিশ নিয়ে গেলে তো আর শালিস মিমাংসা করার কিছু থাকে না। এসময় জায়গা জমি লিখে নেওয়ার চেষ্টার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ৫ মাসের শিশুর সাথে এমন নিকৃষ্ট কাজ যে করে তাকে কি ছেড়ে দেবে মানুষ! রতন এর আগেও আরো ৩-৪ টা এরকম ঘটনা ঘটাইছে বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, রহিম ওরফে রতন একটা শিশু বাচ্চার সাথে অশালীন কার্যকলাপ করেছে। খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। ভিকটিমও আমাদের থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম