ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুতে ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি মঙ্গলবার নুরের সবশেষ অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসকরা নুরের খোঁজ নিয়ে গভীর উদ্বেগ জানালেন খালেদা জিয়া বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-পুত্রবধূসহ আটক ৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ত্বকের বলিরেখা কমাতে ফলের রস ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করছে ট্রাম্প প্রশাসন তিন দলের সঙ্গে আজ বিশেষ বৈঠকে বসছেন ড. ইউনূস আরও দেড় দিন আইসিইউতে থাকবেন নুর মধ্যরাতে চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত ৬০

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৫,  10:51 AM

news image

বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন। তাদের সঙ্গে ভারতের আরও দুই সাঁতারু অংশ নেন। চারজন মিলে রিলে পদ্ধতিতে ৩৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলটি পাড়ি দেন। সাঁতার শুরু হয় ইংল্যান্ডের স্থানীয় সময় সোমবার রাত আড়াইটায়। শেষ করতে সময় লাগে ১২ ঘণ্টা ১০ মিনিট। এর আগে, গত ২৫ জুলাই তাদের সাঁতার শুরু করার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সেদিন তা সম্ভব হয়নি। ইংল্যান্ডে আবহাওয়া অনুকূলে থাকলেও ফ্রান্সের দিকে পরিস্থিতি অনুকূল ছিল না। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বিষয়ে নাজমুল হক হিমেল জানান, এই অর্জনের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। সাগরের মতো উত্তাল এক অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম ইংলিশ চ্যানেল জয় করেন ব্রজেন দাস। ১৯৫৮ সালের ১৮ আগস্ট তিনি এককভাবে এই চ্যানেল পাড়ি দেন। এরপর আবদুল মালেক ও মোশাররফ হোসেন তা করেন। সর্বশেষ ১৯৮৭ সালে মুন্সিগঞ্জের সাঁতারু মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন। ৩৭ বছর পর আবারও বাংলাদেশের পতাকা উড়ল এই বিশ্ববিখ্যাত জলপথে। নতুন করে ইতিহাসে যোগ হলেন সাগর ও হিমেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম