ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

৩৫ বছর পর ইউনাইটেডের বিরুদ্ধে টটেনহ্যামের ‘ডাবল’

#

স্পোর্টস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  10:52 AM

news image

আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো দারুণ। ফরোয়ার্ডদের ব্যর্থতায় সুযোগগুলো কাজে লাগাতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে পাওয়া গোল আগলে রেখে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ল টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রবিবার (১৬ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্বাগতিক দল। চোট কাটিয়ে প্রায় চার সপ্তাহ পর মাঠে ফিরেই দলের জয়ের নায়ক জেমস ম্যাডিসন। আসরে প্রথম দেখায় গত সেপ্টেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে ৩-০ গোলে জিতেছিল টটেনহ্যাম। ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবার ইউনাইটেডের বিপক্ষে লিগে দুইবারের দেখাতেই জিতল তারা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের তিনবারের দেখায় সবকটিতে জয়ী দল টটেনহ্যাম। ডিসেম্বরে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে দলটি জিতেছিল ৪-৩ গোলে। ভীষণ বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ইউনাইটেড টানা দুইটিসহ লিগে সবশেষ ১২ ম্যাচের ৮টিতেই পেল হারের তেতো স্বাদ (৩ জয়, ১ ড্র)। টটেনহ্যামের সময়টাও ভালো কাটছে না। এই জয়ের আগে লিগে গত ১১ রাউন্ডের ৮টিতে হারে তারা। ইউনাইটেড ম্যাচের আগে ক্লাবের মালিকপক্ষ ও চেয়ারম্যান ড্যানিয়েল লেভির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় এক হাজারের বেশি টটেনহ্যাম সমর্থক। স্টেডিয়ামেও নানা ব্যানার নিয়ে প্রতিবাদ জানায় তারা। দশম মিনিটে প্রথম সুযোগ পায় ইউনাইটেড। মুহূর্তের ব্যবধানে রাসমুস হয়লুন ও আলেহান্দ্রো গার্নাচোর শট ঠেকিয়ে দেন গোলরক্ষক গুলিয়েলমো ভিকারিও। তিন মিনিট পর এগিয়ে যায় টটেনহ্যাম। বক্সের ভেতর থেকে লুকাস বার্গভালের শট গোলরক্ষক আন্দ্রে ওনানা ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছ থেকে বল জালে পাঠান ম্যাডিসন। ইউনাইটেডের বিপক্ষে ২৮ বছর বয়সী এই ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্রথম গোল এটি। ২৩তম মিনিটে ভালো একটি সুযোগ পেয়ে উড়িয়ে মারেন গার্নাচো। প্রথমার্ধে আর কোনো উল্লেখযোগ্য সুযোগ ইউনাইটেড পায়নি। ৫৮তম মিনিটে গার্নাচোর জোরাল নিচু শট ঠেকান ভিকারিও। ৭২তম মিনিটে হয়লুনের আরেকটি প্রচেষ্টা ঠেকান ইতালিয়ান গোলরক্ষক। টটেনহ্যাম আরও কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারাও। ২৫ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। উলভসকে হারিয়ে আবার ৭ পয়েন্টে এগিয়ে লিভারপুল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম