ঢাকা ১৯ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা বিয়ে গোপন করায় নারীর সাজা, কাজির কারাদণ্ডের সঙ্গে লাইসেন্সও বাতিল গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন সাংবাদিক মিজানুর ইস্যুতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব ঢাবি কবি জসীম উদদীন হলের ১জন শিক্ষার্থীর ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ৯জনের মেধাবৃত্তি লাভ বিজয় দিবসে এবারও হচ্ছে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন কৃতিদের সম্মানে হাজি জানে আলম স্কুলে বর্ণিল আয়োজন হাসপাতালে দিনে গড়ে ভর্তি ২৬৯ টাইফয়েড রোগী জয়পুরহাটের কালাইয়ে নবান্ন উৎসবে ঐতিহ্যবাহী মাছের মেলা

২৫ নভেম্বর থেকে ঘরে বসেই করা যাবে মেট্রোরেল কার্ড রিচার্জ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২৫,  11:14 AM

news image

মেট্রোরেলের স্থায়ী কার্ড (র‍্যাপিড পাস ও এমআরটি পাস) রিচার্জে বড় সুবিধা আসছে। এখন আর কার্ড রিচার্জ করতে স্টেশন বা ব্যাংকের বুথে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে কার্ডে টাকা ভরা যাবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর থেকে এই সেবা চালু হবে। সেবাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল) শেখ মইনউদ্দিন। শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের লিংকের মাধ্যমে রিচার্জ করা যাবে; ডিসেম্বর থেকে একটি অ্যাপও চালু হবে, যেখানে আরও সহজে টাকা রিচার্জ করা যাবে।

যেভাবে রিচার্জ করা যাবে

১. ডিটিসিএর ওয়েবসাইট/অ্যাপে অ্যাকাউন্ট খুলে লগইন

২. রিচার্জ অপশনে গিয়ে কার্ড নির্বাচন (র‍্যাপিড বা এমআরটি পাস)

৩. পেমেন্ট মাধ্যম বাছাই — ব্যাংক কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব অনলাইন ব্যাংকিং

৪. টাকা পরিশোধের পর স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড একবার স্পর্শ করে রিচার্জ সম্পন্ন করতে হবে

অনলাইনে টাকা লোড করার পর এভিএমে স্পর্শ না করা পর্যন্ত তা অপেক্ষমাণ (Pending) অবস্থায় থাকবে। অপেক্ষমাণ টাকা ৩ মাস বৈধ থাকবে। ৩ মাসের মধ্যে এভিএমে টাচ না করলে টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে। ১০% সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। যাত্রী চাইলে ৭ দিনের মধ্যে নিজেই টাকা ফেরত চাইতে পারবেন—এ ক্ষেত্রেও ১০% ফি প্রযোজ্য।

নতুন যন্ত্র বসছে সব স্টেশনে

মেট্রোরেলের ১৬টি স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন বসানো হচ্ছে। ২১ ও ২২ নভেম্বর উত্তরা–মতিঝিল অংশের সব স্টেশনে যন্ত্র স্থাপনের কাজ সম্পন্ন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম