ঢাকা ০৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আমারও বলব বাংলা-বিহার-উড়িষ্যা ফিরিয়ে দাও: রিজভী দেশে বড় সন্ত্রাসী হামলার আশঙ্কা, সীমান্তে সতর্ক বিজিবি মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর পালিয়ে যাওয়া ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দিকে এখনও গ্রেপ্তার করা যায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে বসালো জিপিএস ট্র্যাকার নতুন মামলায় সাবেক ৪ মন্ত্রীসহ গ্রেফতার ৯ পাকিস্তান থেকে আসছে ২৫ হাজার টন চিনি মুন্নী সাহা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় ১৩৪ কোটি সব নাগরিকের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র কানাডাকে অঙ্গরাজ্য বানাতে চান ট্রাম্প!

২১ শে আগষ্ট গ্রেনড হামলা মামলার রায় আজ, কায়কোবাদের খালাস চায় মুরাদনগরের জনগন

#

নিজস্ব প্রতিনিধি

০১ ডিসেম্বর, ২০২৪,  11:50 AM

news image

মুরাদনগরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয়  নেতা সাবেক  ৫  বারের সাংসদ ও একবারের সফল সাবেক ধর্ম প্রতিমন্ত্রী বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে  ২০০৪ সালে আলোচিত ২১ শে আগষ্টের মতো একটি নির্মম ও জঘন্য মামলায় চার্জশীট ভূক্ত আসামি করা হয়েছে, কয়েক দফা তদন্ত করেও কোন সম্পৃক্ততা মিলাতে পারেনি । জানা যায়  একটি  দুষ্কৃতকারী মহল কায়কোবাদ সাহেবের জনপ্রিয়তা দেখে হিংসাত্মক ৃমনোভাব নিয়ে মুরাদনগরের জনগনের খেদমত থেকে দূরে রাখার জন্য  ষড়যন্ত্র করে কায়কোবাদ সাহেবকে ২১ শে আগষ্টের মামলায় চার্জশীট ভূক্ত আসামি করে  দীর্ঘ ১৬ টি বছর মুরাদনগরের মাটি থেকে দূরে রেখেছেন কায়কোবাদ সাহেবকে  । মুরাদনগরের জনগন দীর্ঘদিন দাদার মিথ্যা মামলার রায় বাতিলের জন্য রাজপথে থেকে ফ্যাসিষ্ট আওমীলীগ সরকারের  সময়ে আন্দোলন করেছে কিন্তুু ফ্যাসিষ্ট অবৈধ  আওমীলীগ সরকার তা কোন কর্ণপাতই করেনি  বরং উল্টা আন্দোলন কারীদেরকে  পুলিশী আক্রমণের শিকার হতে হয়েছে ।  মুরাদনগরের জনগন  ৫ ই আগষ্ট ২০২৪ সালের ছাত্র জনতার বিপ্লবে পর নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে   মুরাদনগরের সাধারণ খেটে খাওয়া মানুষের একটাই  দাবি  ও চাওয়া কায়কোবাদ সাহেব ও তারেক রহমান সাহেবকে সকল মিথ্যা  মামলা থেকে যেন খালাস দেওয়া হয় । আজকে মুরাদনগরে দাদা কায়কোবাদ সাহেবের মিথ্যা মামলা খালাসের রায় শুনার জন্য  মুরাদনগরের জনগনের  দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হবে বলে জনগন আশাবাদী । দাদার রায় খালাসের জন্য   বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা, এতিমখানাতে দোয়া  চলতেছে ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম