
ক্রীড়া প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৫, 2:19 PM

২১ ক্রিকেটারকে নিয়ে সিলেটে শুরু হচ্ছে টাইগারদের অনুশীলন
আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে সিলেটে অনুশীলন শুরু করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ধাপের অনুশীলন শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে সিলেটে পৌঁছান লিটন দাসের নেতৃত্বাধীন স্কোয়াড। বুধবার (২০ আগস্ট) থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের অনুশীলন। যা চলবে ২৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুই ভাগে অনুশীলন করবে টাইগাররা। প্রথম সেশন দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় সেশন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। সিলেট ক্যাম্পে মোট ২১ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এর বাইরে আরও ৬-৭ জন ক্রিকেটার ক্যাম্পে যোগ দেবেন। যারা মূল দলে না থাকলেও ম্যাচ অনুশীলনের জন্য ডাক পেয়েছেন। ২৪ ও ২৫ আগস্ট দুইদিনব্যাপী ম্যাচ সিনারিও অনুশীলন অনুষ্ঠিত হবে। এরপর ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে একটি পূর্ণাঙ্গ অনুশীলন ম্যাচ। এরপর নেদারল্যান্ডস সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হলে বাকি ক্রিকেটাররা সিলেট ছাড়বেন।
নেদারল্যান্ডস সিরিজ সূচি:
প্রথম টি-টোয়েন্টি: ৩০ আগস্ট
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১ সেপ্টেম্বর
তৃতীয় টি-টোয়েন্টি: ৩ সেপ্টেম্বর।
উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট ঢাকা আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩০ আগস্ট, ১ এবং ৩ সেপ্টেম্বর যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।