আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২২, 10:56 AM
১০ বছরে প্রথমবার সংবাদ সম্মেলন বাতিল করলেন পুতিন
এ বছর শেষে সংবাদ সম্মেলন করছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ১০ বছরের মধ্যে এই প্রথমবার বছর শেষের এই সংবাদ সম্মেলন করবেন না পুতিন। রুশ প্রেসিডেন্ট পুতিন প্রতিবছরই বেশ ঘটা করে বাৎসরিক এই সংবাদ সম্মেলন করে থাকেন। পুতিনের জন্য এই সম্মেলনকে ঐতিহ্যবাহী ইভেন্ট বলে মনে করা হয়। স্থানীয় সময় সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, নতুন বছরের আগে সংবাদ সম্মেলন হচ্ছে না। তবে তিনি উল্লেখ করেছেন,
পুতিন বিদেশী সফর সহ নিয়মিত সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন। কিন্তু সংবাদ সম্মেলন কেন এই বছর পালন করা হচ্ছে না, এই বিষয়ে কিছু জানায়নি দিমিত্রি পেসকভ। তবে এটিকে ফেব্রুয়ারীতে শুরু হওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে প্রোটোকলের বিরতি হিসাবে দেখছেন ক্রেমলিনের পর্যবেক্ষকরা। গত ১০ বছর ধরে রাশিয়ার রাজধানী মস্কোতে বেশ যত্ন সহকারে আয়োজিত হয় বার্ষিক এই সংবাদ সম্মেলন। কয়েক ডজন সাংবাদিক উপস্থিত থাকে সেখানে। কয়েক ঘণ্টা ধরে চলে এই সম্মেলন। বিদেশি সাংবাদিকরাও উপস্থিত থাকতেন। মূলত প্রেসিডেন্ট পুতিনকে রাশিয়ার জাতীয় টিভিতে সরাসরি দেখানো হয়। তিনি ধৈর্য সহকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে আঞ্চলিক সাংবাদিকদের প্রশ্ন, প্রত্যন্ত গ্রামে খারাপ রাস্তা ঠিক করা এবং স্থানীয় কর্মকর্তাদের জনসমক্ষে তিরস্কার করাসহ বিশাল বৈশ্বিক ও ভূরাজনীতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি।-সূত্র : আল জাজিরা।