ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫ সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন : রাষ্ট্রদূত মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার: ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে দাঁড়ানোর আহ্বান এনসিপি নেত্রীর ১৫ মে থেকে এক মাস সদস্য সংগ্রহ করবে বিএনপি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আবদুল্লাহ পাকিস্তানের প্রতিশোধের ভয়ে বন্ধ ভারতের ২১ বিমানবন্দর সীমান্ত দিয়ে ১১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ সুনামগঞ্জে গুচ্ছ গ্রামের মানুষের যাতায়াত গজারিয়া নদী ইজারা না দেওয়ার দাবী

হোয়াটসঅ্যাপের সব চ্যাট নিতে পারবেন টেলিগ্রামে

#

আইটি ডেস্ক

০৬ আগস্ট, ২০২৩,  10:42 AM

news image

টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপগুলোর ব্যবহারকারী বাড়ছে। এদিকে হোয়াটসঅ্যাপকে বিদায় জানানোর ফলে সেখানকার সব চ্যাটও হারিয়ে যাওয়ার কথা। এ নিয়ে অনেকের চিন্তারও শেষ নেই। তবে এই প্ল্যাটফরমের সব চ্যাট নিয়ে যাওয়া যাবে টেলিগ্রামে।

ফলে হোয়াটসঅ্যাপ আন-ইনস্টল করার পরিকল্পনা থাকলে জেনে নিন কীভাবে সব চ্যাট টেলিগ্রামে পাঠাবেন। তবে হোয়াটসঅ্যাপ থেকে শুধু টেলিগ্রাম ৭.৪ আপডেট ভার্সনেই চ্যাট ট্রান্সফার করা যাবে-

১. প্রথমেই হোয়াটসঅ্যাপ খুলে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেটি ওপেন করুন।

২. এবার ওপরে ডানদিকে তিনটি ডটে ক্লিক করলে খুঁজে পাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি।

৩. সেটায় ক্লিক করলে কোথায় চ্যাটটি ট্রান্সফার করতে চান, সেই অপশন দেওয়া হবে।

৪. সেখান থেকেই বেছে নিন টেলিগ্রামকে। এরপর যেসব চ্যাট টেলিগ্রামে নিয়ে যেতে চাইবেন, সেখানে পৌঁছে যাবে

আইওএস ক্ষেত্রে-

১. একইভাবে যে চ্যাটটি ট্রান্সফার করতে চান সেটি ওপেন করুন।

২. এবার প্রোফাইল পিকচারের পাশের অংশে ক্লিক করুন।

৩. সেখানেই পেয়ে যাবেন ‘এক্সপোর্ট চ্যাট’ অপশনটি। টেলিগ্রাম অপশন বেছে নিলেই হোয়াটসঅ্যাপ চ্যাট পৌঁছে যাবে সেখানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম