ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া জয়ের নামও উচ্চারণ করতে চাই না: শফিক রেহমান ‘বিশেষ সুযোগ’ দিয়ে তামিমকে ফেরানোর চেষ্টা

হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে কিউআর কোড ফিচার

#

আইটি ডেস্ক

০৬ নভেম্বর, ২০২৪,  10:57 AM

news image

শিগগিরই হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচারের সাথে কিউআর কোড সংযোগ ফিচার চালু হতে যাচ্ছে। এই নতুন ফিচারটি মূলত ব্যবসা প্রতিষ্ঠান, সম্প্রচারকারী এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষভাবে উপযোগী হবে। 

ওয়েবিটা ইনফোর এক প্রতিবেদন জানা যায়, ‘এবার হোয়াটসঅ্যাপে চ্যানেলের জন্য নতুন কিউআর কোড ফিচার চালু করা হবে। আগেকার লিঙ্ক শেয়ার না করে এবার কিউআর কোড স্ক্যান করলেই তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করা যাবে।’

কীভাবে কিউআর কোড কাজ করবে?

নতুন এই কিউআর কোড ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি চ্যানেলের সাথে যুক্ত হতে পারবেন। প্রত্যেকটি চ্যানেলের জন্য একটি ইউনিক কিউআর কোড থাকবে, যা স্ক্যান করার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই চ্যানেলে যুক্ত হতে পারবেন। এটি মূলত চ্যানেলটির প্রচারণা ও সংযোগ বাড়ানোর জন্য একটি কার্যকরী উপায় হিসেবে কাজ করবে। 

ফিচারটির বিশেষত্ব:

সহজ অ্যাক্সেস: 

চ্যানেলের মালিক তার কিউআর কোডটি শেয়ার করতে পারবেন যেকোনো সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট বা অন্য কোনো প্ল্যাটফর্মে। ব্যবহারকারীরা কিউআর কোডটি স্ক্যান করলেই সরাসরি চ্যানেলে যুক্ত হতে পারবেন। এতে কোনো ফোন নম্বর বা ম্যানুয়ালি চ্যানেল সার্চ করার প্রয়োজন হবে না।

নিরাপদ সংযোগ: 

ইউনিক কিউআর কোড ব্যবহার করে সরাসরি সংযোগের ফলে নিরাপত্তা বাড়বে এবং অনুমোদিত ব্যক্তিরাই চ্যানেলে যুক্ত হতে পারবেন। এর ফলে চ্যানেলের কন্টেন্ট বা সদস্যদের নিরাপত্তা ঝুঁকিমুক্ত থাকবে।

ব্র্যান্ডিং ও প্রচারণার সুযোগ: 

কিউআর কোডের মাধ্যমে কোনো চ্যানেল সহজেই তার লক্ষ্য অনুসারীদের কাছে পৌঁছাতে পারবে। এটি ব্যবসায়িক চ্যানেলগুলোর জন্য বিশেষভাবে কার্যকরী হবে কারণ তারা তাদের পণ্য বা পরিষেবার প্রচারণার জন্য কিউআর কোড শেয়ার করতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম