ঢাকা ২৪ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
নবজাতককে নদীতে ফেলে হত্যা, সেই মায়ের বিরুদ্ধে মামলা ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক: বার সভাপতি বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে খোলাবাজারে বিক্রি হচ্ছিল পাঠ্যবই, দুই ট্রাক বইসহ আটক ২ বিএনপির আশা নিরপেক্ষতা পালন করবেন ড. ইউনূসের সরকার: ফখরুল কুয়াশায় সড়ক দুর্ঘটনা রোধে জেলা ট্রাফিকের করনীয় শীর্ষক পথসভা স্ত্রীকে হত্যার পর প্রেশার কুকারে রান্না করলেন সৈনিক পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে : হাসনাত

হেলিকপ্টারে শ্বশুরবাড়ি গেলেন মিম

#

বিনোদন প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  4:03 PM

news image

বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি যাওয়া, তার মধ্যে ঢালিউডের প্রথম সারির নায়িকা বলে কথা। তাইতো বিদ্যা সিনহা মিমের প্রথমবার শ্বশুরবাড়ি যাত্রায় ছিল আভিজাত্যের ছোঁয়া। হেলিকপ্টারে চড়ে সেখানে হাজির হন এই নায়িকা। প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে বিয়ের তিন দিন পর (৭ জানুয়ারি) শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ছিল।

সেখানে মিম হাজির হন হেলিকপ্টার নিয়ে। কুমিল্লা শহরের ঈদগাহে তাকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। সেখান থেকে গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান। জানা যায়, শ্বশুরবাড়িতে হেলিকপ্টার যাত্রায় সঙ্গী ছিলেন তার বাবা বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার। মিম বলেন, শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠান স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে গিয়েছি। পেশাগত জীবনে দেশের নানান প্রান্তে হেলিকপ্টারে চড়েছি। কিন্তু এবারের যাওয়ার অনুভূতি ছিল ভিন্ন রকম। চমৎকার একটা দিন পার করেছি। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ঢাকায় ফিরেছি।২০২১ সালের ১০ নভেম্বর নিজের জন্মদিনে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে আংটি বদল করেন মিম। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর গত ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিমি-সনি। এর আগে তাদের মধ্যে ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। এদিকে মিম জানিয়েছেন, আসছে ১১ জানুয়ারি স্বামীর সঙ্গে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছেন। হানিমুনের জন্য নব দম্পতি দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে বেছে নিয়েছেন। সেখান চারদিন একান্তে সময় কাটিয়ে দেশে ফিরবেন মিম ও সনি। এরপর ১৫ জানুয়ারি দুপুরে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে স্বামীসহ সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম