ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে : তারেক রহমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে বাড্ডায় চলন্ত বাসে আগুন গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে

#

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৫,  9:28 PM

news image

রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করা হয়। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি, গুলি মাথা থেকে বের হয়ে গেছে। তিনি আরও জানান, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশনা এসেছে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, হাদির অবস্থার অবনতি হওয়ায় তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয় এবং বর্তমানে তার প্রেসার কিছুটা স্থিতিশীল। মাথার ভেতরে এবং কানের আশপাশে গুলি লাগে, যার কারণে তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং সেখানে অস্ত্রোপচার চলছে। হাদির সহযোগীরা বলেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি চালায়, পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তার জীবন রক্ষা করার জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম