ঢাকা ০৮ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
বান্দরবানে নয় শ্রমিককে অপহরণ বিশ্বের শক্তিশালী ৫০ দেশের তালিকায় বাংলাদেশ বর্ষবরণের উৎসব ঘিরে নিরাপত্তায় ব্যাঘাত ঘটবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা এবারের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল মায়ানমারের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম ত্যাগ ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৭ বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা উচিত হয়নি: পল ক্রুগম্যান র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ দুই ভাই গ্রেফতার মোটরসাইকেল জব্দ ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ৩৫

হাঁটুর চোটে ১৪ সপ্তাহ মাঠের বাইরে স্টোন

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ এপ্রিল, ২০২৫,  11:29 AM

news image

ঘরের মাঠে গ্রীষ্মের ব্যস্ত টেস্ট সূচির আগে আরেকটি ধাক্কা খেল ইংল্যান্ড। জিম্বাবুয়ে ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না অলি স্টোন। হাঁটুর চোট থেকে এই ফাস্ট বোলারের সেরে উঠতে অস্ত্রোপচারের প্রয়োজন। তাকে মাঠের বাইরে থাকতে হবে ১৪ সপ্তাহ।ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানায়, গত মাসে আবু ধাবিতে নটিংহ্যামশায়ারের প্রাক-মৌসুম সফরের সময় হাঁটুতে অস্বস্তি অনুভব করেন স্টোন। এই সপ্তাহে আরও স্ক্যান করানোর পর বোঝা যায় অস্ত্রোপচার প্রয়োজন তার। এখন তিনি পুনর্বাসন শুরু করবেন। ইসিবি ও নটিংহ্যামশায়ার, উভয়ের চিকিৎসক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন ৩১ বছর বয়সী বোলার।এই গ্রীষ্মের ছয়টি টেস্ট খেলতে পারবেন না স্টোন। আগামী ২২ মে থেকে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে ইংল্যান্ড। জুন-জুলাইয়ে ভারতের বিপক্ষে আছে পাঁচটি টেস্ট। অগাস্টের মধ্যে পুরোপুরি ফিট হওয়ার লক্ষ্যে আছেন স্টোন, যেন লন্ডন স্পিরিটের হয়ে ‘দা হান্ড্রেডে’ খেলতে পারেন।স্টোনের টেস্ট অভিষেক ২০১৯ সালের জুলাইয়ে, লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে। পরের তিন গ্রীষ্মে পিঠের চোটে ভোগায় খুব বেশি ম্যাচ তিনি খেলতে পারেননি। ২০২১ সালে দুটি টেস্ট খেলেন ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে। তিন বছর পর ২০২৪ সালে তিনি টেস্ট দলে ফেরেন শ্রীলঙ্কার বিপক্ষে। ঘরের মাঠে ওই সিরিজে দুই টেস্ট খেলে শিকার করেন ৭ উইকেট। পরে পাকিস্তান ও নিউ জিল্যান্ড সফরের দলে থাকলেও কোনো টেস্ট খেলার সুযোগ তিনি পাননি। বিয়ের জন্য পাকিস্তান সফরের মাঝপথে দেশে ফিরে দলে জায়গা নিশ্চিত করার সুযোগ হাতছাড়া করেন তিনি। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত তিনি সাদা বলের ম্যাচ খেলেছেন ১১টি- ১০টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। স্টোন ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের পেস আক্রমণে চাপ আরও বাড়ল। হাঁটুতে অস্ত্রোপচারের পর মার্ক উড চার মাসের জন্য ছিটকে গেছেন গত মাসে। গোটা ভারত সিরিজেই হয়তো খেলতে পারবেন না তিনি। দীর্ঘমেয়াদী পায়ের আঙুলের চোটের সঙ্গে লড়ছেন ব্রাইডন কার্স। গত ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করানো অধিনায়ক বেন স্টোকস জিম্বাবুয়ে টেস্টের জন্য ফিট হওয়ার লড়াইয়ে আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম