ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

হবিগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে চালকের সহকারী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুন, ২০২৫,  11:16 AM

news image

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় বাসচালকের পর এবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত হেলপার লিটন মিয়াকে (২৬)। সোমবার (১৬ জুন) দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারের পর লিটনকে সিলেট র‍্যাব কার্যালয়ে নেওয়া হয় এবং মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এর আগে, রবিবার (১৫ জুন) রাতে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় চলন্ত বাসে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী তরুণী বানিয়াচং উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার তেজগাঁওয়ে থাকেন এবং ঢাকার ওরিয়েন্টাল কলেজের শিক্ষার্থী। তিনি ‘বিলাশ পরিবহন’-এ করে ফার্মগেট থেকে সিলেট আসেন।

এরপর দাদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ‘মা এন্টারপ্রাইজ’ বাসে উঠেন। বাসটি শেরপুর এলাকায় পৌঁছালে যাত্রীরা নেমে যান। এরপর বাসচালক ও হেলপার মিলে একা পেয়ে ছাত্রীটিকে পালাক্রমে ধর্ষণ করে। আউশকান্দি এলাকায় পৌঁছালে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। রাত ১২টার দিকে চালককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় বাসচালক ও হেলপারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন। সোমবার বিকেলে অভিযুক্ত চালককে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই পাশবিক ঘটনার পর হবিগঞ্জসহ পুরো জেলায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জনমনে দেখা দিয়েছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম